#দুর্গাপুর: দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর ঘটনা ঘটল দুর্গাপুরের সগরভাঙার কাছে একটি বেসরকারি কারখানায়।
মৃত শ্রমিক সমীর ঘোষ (৪৩) নামো সগরভাঙ্গার বাসিন্দা । মঙ্গলবার সকালের শিফটে কাজ করার সময় কুলিং টাওয়ারের বেল্ট মেরামতির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয় সমীরের।
এই বেসরকারি কারখানার ইউনিট ফোরে এই দুর্ঘটনার পর বিদ্যুৎস্পৃষ্ট শ্রমিককে নিয়ে আসা হয় দুর্গাপুর ই.এস.আই হাসপাতালে। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
দুর্ঘটনায় শ্রমিক মৃত্যুর খবর পেয়ে ই.এস.আই হাসপাতালে আসেন পশ্চিম বর্ধমান জেলা আই.এন.টি.টি.ইউ.সি সভাপতি তথা দুর্গাপুর পশ্চিম কেন্দ্রের বিশ্বনাথ পাড়িয়াল।
এই শ্রমিক নেতার কছে কারখানার কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিক নিরাপত্তা ও মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান শ্রমিকরা। কারখানা কর্তৃপক্ষ অবশ্য এ ব্যাপারে মুখ খুলতে চাননি ৷
তথ্য- জয়ন্ত বিশ্বাস