#সিউড়ি: রাজ্যজুড়ে চলছে লকডাউন। ফলে রোজগার বন্ধ হয়েছে অনেকের। বিপাকে পড়েছে অনেক দরিদ্র পরিবারের সদস্যরা। এমত অবস্থায় আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষদের পাশে দাঁড়িয়েছেন অনেকেই৷ একই রকম চিত্র দেখা গেল সিউড়িতে। নিজের বেতনের টাকা থেকে আর্থিকভাবে পিছিয়ে থাকা নিজের পাড়ার বেশ কয়েকটি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দিলেন ছবিলা খাতুন নামে এক মহিলা পুলিশ কর্মী। প্রায় ১৫০ জনকে খাদ্য সামগ্রী তুলে দিলেন এই মহিলা পুলিশ কর্মী। সকালে সিউড়ির লালকুঠিপাড়া সংলগ্ন মাঠপাড়ায় প্রায় একশোর বেশি পরিবারের হাতে দুধ, কলা এবং মুড়ি তুলে দেন তিনি। এই নিয়ে ছবিলা খাতুন বলেন, - আমি দীর্ঘদিন ধরেই এই ধরনের কাজ করে থাকি। মানুষের পাশে দাঁড়ানোর জন্যই আমি খাদ্য সামগ্রী বিতরন করেছি।"
এই মহিলা পুলিশ কর্মী ছবিলা খাতুন এর আগেও বেশ কয়েকটি কাজ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এই মহিলা পুলিশ কর্মী যখন মহম্মদবাজার থানায় কর্তব্যরত ছিলেন তখন মাধ্যমিক পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থী এক মহিলার শিশুকে নিজের স্তন্যপান করেছিলেন পরীক্ষা কেন্দ্রের বাইরে। কোন পরিবারে যাতে শাশুড়ি এবং বৌমার মধ্যে সম্পর্ক ঠিক থাকে সেই জন্য একটি বইও লিখেছেন তিনি এবং বিনামূল্যে সেই পুস্তিকা লোকের বাড়িতে বাড়িতে বিলি করেছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona Virus