corona virus btn
corona virus btn
Loading

কটূক্তির প্রতিবাদ করায় খুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করলেন সিপিআইএম নেতা

কটূক্তির প্রতিবাদ করায় খুন, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দায়ী করলেন সিপিআইএম নেতা

ফের খুন প্রতিবাদী ৷ কটূক্তির প্রতিবাদ করায় খুন হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবারের মথুরাপুর এলাকায় ৷ এক সিভিক ভলান্টিয়ার সহ তিন যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে ৷

  • Share this:

#ডায়মন্ডহারবার: ফের খুন প্রতিবাদী ৷ কটূক্তির প্রতিবাদ করায় খুন হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে ডায়মন্ডহারবারের মথুরাপুর এলাকায় ৷ এক সিভিক ভলান্টিয়ার সহ তিন যুবকের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে ৷ ঘটনার পর থেকেই পলাতক তিন অভিযুক্ত ৷

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন গৌরাঙ্গ গুড় ও তাঁর স্ত্রীকে কটূক্তি করে তিন যুবক। কটূক্তির প্রতিবাদ করায় দম্পত্তির উপর চড়াও হন তিন যুবক । তাদের মধ্যে একজন পেশায় সিভিক ভলান্টিয়ার ৷ প্রবল প্রহারে আহত হন ওই দম্পতি ৷ পরে স্থানীয়রাই তাদের উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যান ৷

গৌরাঙ্গবাবুর জখম তেমন মারাত্মক না হলেও তাঁর স্ত্রীর অবস্থা ছিল আশঙ্কাজনক ৷ হাসপাতালে ভর্তি হওয়ার মৃত্যু হয় গৌরাঙ্গবাবুর স্ত্রীর। এরপরই ওই সিভিক ভলান্টিয়ার সহ ৩ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ পলাতক অভিযুক্তদের খোঁজে চালানো হচ্ছে তল্লাশি ।

এই ঘটনায় মৃতার ছেলের সঙ্গে দেখা করতে আসেন সিপিআইএম নেতা কান্তি গঙ্গোপাধ্যায় ৷ তিনি এই পুরো ঘটনায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে আঙুল তোলেন ৷ এমনকী সঠিক ব্যবস্থা না নেওয়া হলে আন্দোলনের হুমকি দেন তিনি ৷ কান্তি গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, ‘অভিযুক্তরা তৃণমূল আশ্রিত দুষ্কৃতী ৷ তাই কঠোর পদক্ষেপ করছে না পুলিশ ৷ অভিযুক্তদের গ্রেফতার না করলেবৃহত্তর আন্দোলনে নামবে সিপিআইএম ৷’

First published: January 9, 2017, 7:28 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर