কাটোয়া: নকল স্বামীকে সঙ্গে নিয়ে গিয়ে শ্বশুরবাড়ির সম্পত্তি নিজের নামে করে নিল মহিলা৷ কাটোয়ায় এমন ঘটনা সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগ স্বামী মারা যাওয়ার পরে শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক রাখেননি তিনি। এরপর পরিচিত ব্যক্তিকে স্বামী পরিচয় দিয়ে মৃত স্বামীর সই জাল করে তিনি সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করেন। এই অভিযোগের ভিত্তিতে ওই মহিলা-সহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, পূর্বস্থলী থানা এলাকার বাসিন্দা মনোয়ার হোসেনের বড় ছেলে আবদুল্লা শেখ। ২০১৫ সালের এপ্রিল মাসে তার মা মোমেনা বিবি একটি জমি দানপত্র করে ওর নামে রেজিস্ট্রি করে দিয়েছিল। ২০১৯ সালের নভেম্বর মাসে আবদুল্লার সঙ্গে কাটোয়ার লোহাপোতা গ্রামের বাসিন্দা আকির মোল্লার মেয়ে খাদিজা খাতুনের বিয়ে হয়। কিন্তু ২০২০ সালের ৭ এপ্রিল আবদুল্লার মৃত্যু হয়। আবদুল্লার অকাল মৃত্যু হলে খাদিজা শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বাপের বাড়ি চলে যায়। অভিযোগ, আবদুল্লার নামে থাকা সম্পত্তি হাতিয়ে নিতে তাঁর স্ত্রী খাদিজা খাতুন পরিকল্পনা করে। কাটোয়ার আমুল গ্রামের বাসিন্দা মদন দাস একজনকে তাঁর মৃত স্বামী আবদুল্লার পরিচয় দেয়। এরপর খাদিজা ২০২০ সালের ১ জুন বর্ধমান ২ সাব রেজিস্টার অফিসে সই নকল করে ওই সম্পত্তি নিজের নামে রেজিস্ট্রি করে নেয়।
আরও পড়ুন: বিশ্বভারতীকে সোনার ডিম দেওয়া হাঁসের সঙ্গে তুলনা! ফের বিতর্কে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী
অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তিন জনকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম খাদিজা খাতুন, আঙ্গুরা বিবি ও আলিবর্দি শেখ। কাটোয়া মহকুমা এসিজেএমআদালতে তোলা হলে বিচারক ১৪ দিন বিচারবিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।