• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • পাঁচ বছরের মেয়ের সামনে মহিলার গলা কেটে খুন

পাঁচ বছরের মেয়ের সামনে মহিলার গলা কেটে খুন

বালির বাদামতলায় মহিলার গলায় ছুরি মেরে লুঠ। ঘটনার একমাত্র সাক্ষী মহিলার মেয়ে পাঁচ বছরের মেয়ে।

বালির বাদামতলায় মহিলার গলায় ছুরি মেরে লুঠ। ঘটনার একমাত্র সাক্ষী মহিলার মেয়ে পাঁচ বছরের মেয়ে।

বালির বাদামতলায় মহিলার গলায় ছুরি মেরে লুঠ। ঘটনার একমাত্র সাক্ষী মহিলার মেয়ে পাঁচ বছরের মেয়ে।

 • Share this:

  #বালি: বালির বাদামতলায় মহিলার গলায় ছুরি মেরে লুঠ। ঘটনার একমাত্র সাক্ষী মহিলার মেয়ে পাঁচ বছরের মেয়ে।

  জানা গিয়েছে, মৃত মহিলার নাম রাখী সিংহ ৷ এলাকার আশ্রয় অ্যাপার্টমেন্টে থাকেন দম্পতি মনোজ সিং ও রাখি সিং। রাখির মেয়ের অভিযোগ, পিন্টু নামের এক যুবক বিকেলে ঘরে আসে। সেইসময় ঘরে ছিলেন না মনোজ সিং। কোনও বিষয়ে টাকা চাওয়ায় তা দিতে রাজি হননি রাখি। এরপরেই রাখি পিন্টুর জন্য চা বানাতে গেলে গলায় ছুরির আঘাত করে পালিয়ে যায় পিন্টু। আলমারি থেকে নিয়ে যায় গয়না ও নগদ টাকা।

  প্রথমে ডাকাতির জন্য হামলা বলে সন্দেহ হয় ৷ পরে জানা যায় হামলাকারী মহিলার পূর্ব পরিচিত ৷ এদিকে রাখির স্বামী মনোজের দাবি, পিন্টু নামের কোনও যুবককে তিনি চেনেন না। তবে রাখি পিন্টুকে চিনতেও পারেন। আক্রান্ত রাখিকে স্থানীয়রা প্রথমে শ্রমিক হাসপাতাল ও পরে কলকাতা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছেছে বালি থানার পুলিশ ও ফরেনসিক দল। কে এই পিন্টু, তা নিয়ে রহস্য দানা বাঁধছে। আততায়ী পূর্ব পরিচিত বলে মনে করছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে রাখীর কল লিস্ট ৷ পিন্টুর নম্বর সেভ ছিল মহিলার মোবাইলে বলে জানিয়েছে পুলিশ ৷

  First published: