• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন মহিলাকে !

প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন মহিলাকে !

মৃত মহিলা আসানসোলের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ ৷

মৃত মহিলা আসানসোলের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ ৷

মৃত মহিলা আসানসোলের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ ৷

 • Share this:

  #কুলটি: কুলটিতে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন এক মহিলাকে ৷ মৃত মহিলা আসানসোলের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ ৷

  বৃহস্পতিবার কুলটি থানা রোডের ঘটনা । পুলিশ সুত্রে জানা গিয়েছে, মৃতার নাম গীতা সিং (৫৮)। তার বাড়ি কুলটির বাবু পাড়া এলাকায়। বৃহস্পতিবার সন্ধ্যায় আসানসোল বাজার গিয়েছিলেন গীতা সিং। বাসে করে কুলটি বাসস্ট্যান্ডে নামার পর পায়ে হেঁটে থানা রোড দিয়ে বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় একটি বাইকে তিনজন দুষ্কৃতি এসে গীতাদেবীকে গুলি চালায়। গীতাদেবীর বুকে গুলি লাগে। আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।

  মৃতার ছেলে সন্তোষ সিংয়ের দাবি, ‘‘ আমাদের সঙ্গে কারও শত্রুতা ছিল না। কেন এই ঘটনা ঘটল তার কোন কারন খুঁজে পাচ্ছি না।’’ যদিও স্থানীয় সুত্রে জানা গিয়েছে, জমি বিবাদ বা প্রতিবেশীদের সঙ্গে অশান্তির কারণেই এমন ঘটনা ঘটেছে।

  First published: