#হাওড়া: চলন্ত ট্রেনে মহিলার সোনার হার ছিনতাইয়ের ঘটনায় উঠছে লোকাল ট্রেনে মহিলা যাত্রীদের নিরাপত্তার প্রশ্ন | ঘটনার সূত্রপাত এদিন বেলা এগারোটার কিছু পরে, হাওড়ার সাঁতরাগাছির বাসিন্দা সুনিতা মিত্রের সঙ্গে | সাঁতরাগাছি স্টেশন থেকে এক আত্মীয়র বাড়ি বাগনানে যাচ্ছিলেন তিনি| দক্ষিণ পূর্ব শাখার পাঁশকুড়া গামী ট্রেনটি যখন বাউরিয়া স্টেশন ছেড়ে যাচ্ছে, ঠিক সেই এক যুবক হটাৎ করেই মহিলার গলা থেকে সোনার হার ছিনতাই করে পালিযে যায়|
সুনিতা দেবীর দাবি, ১০: ৩০ নাগাদ সাঁতরাগাছি থেকে পাঁশকুড়া লোকাল করে বাগনান স্টেশন যাওয়ার জন্য ট্রেনে উঠি | ট্রেনে যথেষ্ট ভিড় ছিল | ট্রেনটি যখন বাউরিয়া স্টেশনে পৌঁছায় কিছু লোক নেবে যান আবার কিছু মানুষ ওঠেন সাধারণ কামরায় | ট্রেন সবে মাত্রা বাউরিয়া স্টেশন ছাড়ার সাথেসাথেই হঠাৎ গলায় একটা ঝটকা লাগে | আমি চিৎকার করে উঠি, আশেপাশের মানুষজনের বোঝার আগেই দেখি এক যুবক চলন্ত ট্রেনে থেকে প্ল্যাটফর্মের উল্টোদিকে রেল লাইনের ঝাঁপ দিয়ে পাশের লাইনে দাঁড়িয়ে থাকা একটি দুপাল্লার এক্সপ্রেস ট্রেনের নিচে দিয়ে পালিযে যায় | গলা থেকে হার টেনে ছেড়ার সময় সুনিতা দেবীর গলায় ও ঘরে আঘাত লাগে, শরীরে বেশ কিছুটা অংশ কেটে যায় |
আরও পড়ুন: উৎসবে মাতল তৃণমূল, ভোটের আগেই জয়ের আনন্দে মাতোয়ারা কর্মীরা!
এরপর পরবর্তী রেল স্টেশন ফুলেশ্বরে নেমে ডাউনের অন্য ট্রেন ধরে ফের বাউরিয়া স্টেশনে আসেন সুনিতা দেবী | বাউরিয়া GRP থানায় অভিযোগ দায়ের করেন | বিষয়টি জানানো হয় RPF কে | সুনিতা দেবীর ডিবির যোগ পুরো ঘটনা সোনার পর RPF আধিকারিকরা উল্টে তাকেই দোষারোপ করেন সোনার হার পরে ট্রেন সফর করার জন্য |
আরও পড়ুন: দিলীপ ঘোষের কাছে এল ফোন, তাতেই তুমুল আলোড়ন! ফের ক্ষমতা বৃদ্ধির ইঙ্গিত?
সুনিতা দেবীর দাবি, সোনার হার টি তো খোয়া গেছে সেটা তো ক্ষতিই কিন্তু যে ভাবে আমার ওপর হামলা হলো তাতে আমার জীবনহানীও হতে পারত | এই ঘটনায় লোকাল ট্রেনে যাত্রী নিরাপত্তা নিয়ে প্রশ্নে রেলের দাবি, পুরো ঘটনা তদন্ত করা হচ্ছে, cctv ফুটেজ দেখে দুষ্কৃতীকে শনাক্তকরণের কাজ শুরু হয়েছে দ্রুত দুষ্কৃতী ধরা পরবে |
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah, West Bengal news