corona virus btn
corona virus btn
Loading

Viral: টেবিলে বসে হনুমান, নিজের হাতে ডাল-ভাত খাইয়ে দিলেন বীরভূমের মহিলা !

Viral: টেবিলে বসে হনুমান, নিজের হাতে ডাল-ভাত খাইয়ে দিলেন বীরভূমের মহিলা !

ভিডিওতে দেখা গিয়েছে, টেবিলে বসে বাড়ির মহিলার হাতে ডাল-ভাত খাচ্ছে এক হনুমান ৷

  • Share this:

#বীরভূম: করোনার আবহে একের পর এক সামনে আসছে পশুদের ওপর অত্যাচার ও তাঁদের মৃত্যুর ঘটনা ৷ কখনও কেরল, কখনও হিমাচল প্রদেশ, গুয়াহাটি ৷ আর ঠিক এরই মাঝে বাংলার গ্রামে দেখা মিলল একেবারে উল্টো ছবি ! টেবিলে বসে বাড়ির মহিলার হাতে যত্নে লাঞ্চ সেরে ফেলল এক হনুমান !

সম্প্রতি ফেসবুকে এমনই এক ভিডিও ভাইরাল হয়েছে ৷ ভিডিওতে দেখা গিয়েছে, টেবিলে বসে বাড়ির মহিলার হাতে ডাল-ভাত খাচ্ছে এক হনুমান ৷ ভিডিওটি ফেসবুকে আপলোড করেছেন চাঁদ দাস নামে ব্যক্তি ৷ তিনি ভিডিও আপলোড করে লিখেছেন, তাঁর মায়ের হাতে হনুমান ডাল-ভাত খাচ্ছে ৷

ভিডিওতে দেখা গিয়েছে চাঁদ দাসের মা খুব যত্ন করেই হনুমানকে খাইয়ে দিচ্ছেন ভাত ৷ টেবিলের ওপর পা ঝুলিয়ে বসে দিব্য আনন্দে লাঞ্চ সেরে ফেলছে হনুমানটি !

দেখুন সেই ভাইরাল ভিডিও---

Published by: Akash Misra
First published: June 10, 2020, 10:37 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर