#হাওড়া: ডিউটি সেরে বাড়ি ফিরছিলেন যুবতী৷ ট্রেনের অপেক্ষায় বসেছিলেন প্ল্যাটফর্মে৷ ট্রেন আসতেই তড়িঘড়ি উঠে পড়েন তিনি৷
কিন্তু ট্রেনে উঠতেই মনে পড়ে, মোবাইলটি প্ল্যাটফর্মের যাত্রীদের বসার আসনেই ফেলে এসেছেন তিনি৷ তড়িঘড়ি চলন্ত ট্রেন থেকে নামতে গিয়েই মর্মান্তিক পরিণতি হল ওই যুবতীর৷ চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হল তাঁর৷ মৃতার নাম শিবানী ঘড়ুই৷
আরও পড়ুন: অসমে বন্যা পরিস্থিতির জের, বন্ধ রেল পথ, অগ্নিমূল্য বিমান ভাড়া
শুক্রবার সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী থাকল হাওড়ার দক্ষিণ-পূর্ব রেলের খড়্গপুর শাখার ফুলেশ্বর স্টেশন৷ নিহত যুবতী ফুলেশ্বরেরই একটি বেসরকারি হাসপাতালের নার্সিং অ্যাসিস্ট্যান্ট ছিলেন৷ তাঁর বাড়ি পশ্চিম মেদিনীপুরের গড়বেতায়৷
আরও পড়ুন: ২৭-৩০ মে সম্পূর্ণ বন্ধ ব্যান্ডেল স্টেশন, কোন পথে চলবে লোকাল-এক্সপ্রেস ট্রেন?
গড়বেতায় বাড়ি হলেও উলুবেড়িয়াতেই ভাড়া থাকতেন ওই তরুণী৷ তবে তিনি উলুবেড়িয়াতেই ফিরছিলেন নাকি গড়বেতার বাড়িতে, তা স্পষ্ট নয়৷ ফুলেশ্বর থেকে একটি লোকাল ট্রেনে উঠেছিলেন তিনি৷ ট্রেনে ওঠার পর যখন তাঁর মোবাইলের কথা মনে পড়ে, ততক্ষণে ট্রেনটি যথেষ্ট গতি বাড়িয়ে দিয়েছে৷ ফলে ট্রেন থেকে নামতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলেন তিনি৷ যার জেরে প্ল্যাটফর্মে পড়ে গিয়ে গুরুতর আঘাত লাগে তাঁর৷ স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
নিহত যুবতী যে হাসপাতালে কাজ করতেন, সেখানে খবর পাঠায় পুলিশ৷ খবর গিয়েছে যুবতীর বাড়িতেও৷ ঘটনায় শিবানীর সহকর্মীদের মধ্যেও শোকের ছায়া নেমে এসেছে৷ চলন্ত ট্রেনে ওঠানামা না করার জন্য বারবারই রেলের তরফে যাত্রীদের সতর্ক করা হয়৷ কিন্তু সেই পরামর্শ না মানার ফল কতটা মারাত্মক হতে পারে, শুক্রবারের এই ঘটনাই তার প্রমাণ৷
Santu Mallick
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Howrah, Local Train