• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • পুকুরে উদ্ধার মহিলার পচাগলা দেহ !

পুকুরে উদ্ধার মহিলার পচাগলা দেহ !

ঝাড়গ্রাম থানার রাধানগর এলাকায় পুকুর থেকে উদ্ধার হল মহিলার পচাগলা মৃতদেহ ৷

ঝাড়গ্রাম থানার রাধানগর এলাকায় পুকুর থেকে উদ্ধার হল মহিলার পচাগলা মৃতদেহ ৷

ঝাড়গ্রাম থানার রাধানগর এলাকায় পুকুর থেকে উদ্ধার হল মহিলার পচাগলা মৃতদেহ ৷

 • Share this:

  #ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম থানার রাধানগর এলাকায় পুকুর থেকে উদ্ধার হল মহিলার পচাগলা মৃতদেহ ৷ মঙ্গলবার সকালে এই ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় ৷

  গ্রামের মানুষ পুকুরের সামনে গিয়ে দেখতে পায় জলে কাপড় ভাসছে। কাছে গিয়ে দেখা যায় সেটা একটা মৃতদেহ। এলাকায় জানাজানি হলে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এলাকার মানুষ দেখতে ভিড় করে।খবর দেওয়া হয় ঝাড়গ্রাম থানার পুলিশকে। এস ডি পি ও বিবেক বর্মা নেতৃত্বে পুলিশ বাহিনী গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, পুকুরটি লোকালয় থেকে বেশ দুরে জমির মাঝে অবস্থিত ৷

  মহিলার বয়স ৩০ বছর, নাম পরিচয় পাওয়া যায়নি, প্রমান লোপাটের জন্য মহিলাকে খুন করে পায়ে পাথর বেঁধে পুকুরে ফেলা হয়েছিল। ভারতীয় দন্ডবিধি ৩০২,২০১ (খুন করে প্রমান লোপাটের চেষ্টা) ধারায় পুলিশ মামলা রুজু করেছে। তদন্ত শুরু হয়েছে।

  First published: