#কুলতলি: স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্কের (Extra Marital Affair) জেরে লাগাতার অশান্তির কারণেই এবার দুই সন্তান সহ গায়ে কেরোসিন তেল ঢেলে আত্মঘাতী (Suicide) হলেন এক গৃহবধূl শনিবার এমনই এক মর্মান্তিক ঘটনাটি ঘটেছে কুলতলি ব্লকের অন্তর্গত মৈপীঠ উপকূল থানা এলাকার ভুবনেশ্বরী পয়লাঘেরি গ্রামে৷ মৃত তিন জনের নাম বুল্টি মণ্ডল(২৫), মণিকা মণ্ডল (৯) এবং মানস মণ্ডল(৫)৷
পয়লাঘেরি গ্রামের বাসিন্দা বুল্টির সঙ্গে প্রায় বছর দশেক আগে বিয়ে হয়েছিল একই থানা এলাকার বিনোদপুর গ্রামের দীপক মণ্ডলের৷ দীপক পেশায় পরিযায়ী শ্রমিক৷ সে বেঙ্গালুরুতে রাজমিস্ত্রির কাজ করত৷ দুই সন্তান থাকা সত্ত্বেও দীপক পাড়ার এক বিবাহিত মহিলার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িত ছিল বলে অভিযোগ৷ তা নিয়ে দম্পতির মধ্যে লাগাতার অশান্তি চলছিল৷ অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় দীপক বুল্টিকে মারধর পর্যন্ত করত বলে অভিযোগ৷
আরও পড়ুন: একই বাড়িতে থেকেও বন্ধ মুখ দেখাদেখি! পুরভোটের জেরে ফাটল স্বামী স্ত্রী সম্পর্কে
এই নিয়ে শুক্রবারও দীপকের সঙ্গে বুল্টির গন্ডগোল হয়৷ বুল্টির বাপের বাড়ির লোকজন দীপকের বাড়িতে গিয়ে যাতে তারা মিলেমিশে সংসার করতে পারে সেই পরামর্শও দিয়ে আসেন৷ কিন্তু তার পরেও বুল্টিকে মারধর করা হয় বলে অভিযোগ৷ যে কারণে বুল্টি রাতে ছেলে ও মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে আসেন৷
আরও পড়ুন: বার ডান্সার বান্ধবীকে নিয়ে রাত সফর, বারুইপুরে প্রোমোটারের সঙ্গে হাড়হিম ঘটনা!
এর পর শনিবার যখন বুল্টির বাবা মহাদেব হালদার পুকুরে মাছ ধরতে গিয়েছিলেন সেই সময় তাঁর নজরে আসে যে ঘরের মধ্যে থেকে কালো ধোঁয়ার কুন্ডুলি বেরোচ্ছে৷ সঙ্গে সঙ্গে তিনি ঘরের মধ্যে গিয়ে দেখেন সেখানে মেয়ে ও নাতি-নাতনিদের শরীরে দাউ দাউ করে আগুন জ্বলছে৷ এরপর তাদেরকে উদ্ধার করতে আসেন প্রতিবেশীরা৷কিন্তু ততক্ষণে তিনজনেরই ঘটনাস্থলেই মৃত্যু হয়৷
ঘটনার খবর পেয়ে মৈপীঠ উপকূল থানার ওসি মধুসূদন পালের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী এলাকায় গিয়ে তিনটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে৷ এদিকে ঘটনাটি জানাজানি হতেই বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছে মৃত বুল্টি মণ্ডলের স্বামী দীপক মণ্ডল৷ তাকে ধরতে ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে মৈপীঠ উপকূল থানার পুলিশ৷
Arpan Mondalনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Extra Marital Affair, Suicide