• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • অত্যাবশ্যকীয় পণ্য ‘বেআইনি’ ভাবে মজুত করার অপরাধে গ্রেফতার এক গৃহবধূ !

অত্যাবশ্যকীয় পণ্য ‘বেআইনি’ ভাবে মজুত করার অপরাধে গ্রেফতার এক গৃহবধূ !

Representational Image

Representational Image

ঘরের ভেতর তল্লাশি চালিয়ে অত্যাবশ্যকীয় খাদ্য উদ্ধার করা হয়।

 • Share this:

  #হাবড়া:  এই কঠিন পরিস্থিতির মধ্যে অত্যাবশ্যকীয় পণ্য বেআইনি ভাবে মজুত করবার অপরাধে গ্রেফতার এক গৃহবধূ। ঘটনাটি ঘটেছে হাবড়া থানার কাশীপুর উত্তরপাড়া এলাকায়। ধৃত মহিলা প্রভা বিশ্বাস (৩৫)। বৃহস্পতিবার দুপুরে হাবড়া এক নম্বর ব্লকের বিডিও শুভ্র নন্দী এবং ফুড অফিসার অনুপ বিশ্বাস হাবড়া থানার পুলিশকে সঙ্গে নিয়ে কাশীপুর উত্তর পাড়া এলাকার প্রভা বিশ্বাসের বাড়িতে হানা দেয়।

  ঘরের ভিতর তল্লাশি চালিয়ে অত্যাবশ্যকীয় খাদ্য উদ্ধার করা হয়। ফুড অফিসার অনুপ বিশ্বাস প্রভা বিশ্বাসকে নিজের হেফাজতে নিয়ে হাবড়া থানার পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ বৃহস্পতিবার বিকেলে চুরি বা চুরির মাল গ্রহণ করা এবং মহামারি আইনে বেআইনি পণ্য মজুত রাখা এবং অত্যাবশ্যকীয় পণ্য অবৈধভাবে মজুত রাখার অপরাধের আইনে প্রভা বিশ্বাসকে গ্রেফতার করেন।

  পণ্যগুলোর কোনও রকম রেশনের প্রমাণ দিতে না পারায় সমস্ত জিনিস  সিজ করা হয়েছে। শুক্রবার অভিযুক্ত গৃহবধূ প্রভা বিশ্বাসকে হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে বারাসত আদালতে পাঠানো হয়েছে।

  Published by:Siddhartha Sarkar
  First published: