হোম /খবর /দক্ষিণবঙ্গ /
দিঘায় বেড়াতে এসেছিলেন, রাতে মাদক খাইয়ে ওড়িশায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ

দিঘায় বেড়াতে এসেছিলেন, রাতে মাদক চা খাইয়ে ওড়িশায় নিয়ে গিয়ে ধর্ষণ ৪০-এর মহিলাকে

তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

  • Share this:

    #দিঘা: দিঘায় বেড়াতে এসে ধর্ষণের শিকার এক মহিলা।  মালদার ইংলিশবাজার থেকে দিঘায় একাই বেড়াতে এসেছিলেন বছর চল্লিশের  এক মহিলা পর্যটক।  দিঘা থেকে রবিবার সন্ধ্যে নাগাদ হাওড়া ফিরে যাওয়ার ট্রেনটি তিনি ধরতে না পেরেই সমস্যায় পড়েছিলেন। বাধ্য হয়ে তিনি যখন স্টেশনে শুয়েই রাতটা কাটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন, তখনই হাজির হয় এক যুবক।

    মহিলার দাবি, তিনি সন্ধ্যে নাগাদ হেটেল ছেড়ে আসার পর ট্রেন মিস করে স্টেশনে দাঁড়িয়েছিলেন ৷ তখনই এক যুবক আসে তাঁর কাছে। সেই সময় আকাশ নামের এক যুবক তাঁকে হোটেল কর্মী পরিচয় দিয়ে সোজা উড়িষ্যায় নিয়ে যায়। ওড়িশার তালসারি কোস্টাল থানার চন্দনেশ্বরের সীতা হোটেল নামে একটি হোটেলে মহিলাকে নিয়ে যাওয়ার পর তাঁকে চা খাওয়ায় যুবক। সেই চা খেয়েই ঝিমুনি আসে মহিলার। এরপর রাতে মহিলার মুখ বেঁধে তাঁকে একটানা বেশ কয়েকবার ধর্ষণ করা হয়। ভোরের দিকে মহিলার কাছে থাকা প্রায় ৫ হাজার টাকা, দামী মোবাইল হাতিয়ে পালিয়ে যায় ওই যুবক। মহিলার অভিযোগ, সকালে হোটেল কর্মীদের কাছে অভিযোগ জানালেও তাঁরা কোনও কর্ণপাত করেনি। পরে তালসারি কোস্টাল থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। তবে এই ঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গিয়েছে।

    First published:

    Tags: Digha, Rape