২০০৯ সাল থেকে টানা। উলুবেড়িয়া কি এবারও তৃণমূলের? নাকি কাঁটা ছড়াবে সিপিএম? কতটা চ্যালেঞ্জ ছুঁড়তে পারবে বিজেপি? উলুবেড়িয়া উত্তর দেবে ৬ মে।
উলুবেড়িয়ায় ভোটের ফুলও গোলাপে ফোটে। হাওড়া জেলার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের মধ্যে বাগনান, উলুবেড়িয়া পূর্ব, শ্যামপুরের মতো এলাকায় অনেক পরিবারই ফুল চাষের উপর নির্ভরশীল। ফুল চাষিদের মুখে হাসি মানেই ভোটে বাজিমাত। না হলেই গোলাপের কাঁটা।
উলুবেড়িয়ার উদয়নারায়ণপুর, আমতার মতো বিধানসভা কেন্দ্রে আবার রাতের ঘুম কাড়ে বন্যা।
১৯৭১ সাল থেকে ২০০৪ পর্যন্ত উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে জেতে সিপিএম
২০০৯ এবং ২০১৪ সালে জয়ী হন তৃণমূলের সুলতান আহমেদ
সুলতান আহমেদের মৃত্যুর পর ওই কেন্দ্রে তৃণমূলের টিকিটে উপনির্বাচনে জয়ী হন তাঁর স্ত্রী সাজদা আহমেদ।
উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের আমতা ছাড়া বাকি ৬টি বিধানসভা আসনই তৃণমূলের দখলে।
তৃণমূলের থেকে অনেকটা পিছিয়ে থাকলেও ২০১৬'র বিধানসভা ভোট, তারপর লোকসভা উপনির্বাচন এবং পঞ্চায়েত ভোটে বিজেপি ২ নম্বরে উঠে আসে।
উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে প্রায় একুশ শতাংশ সংখ্যালঘু ভোটার। যা একটা বড় ফ্যাক্টর। উলুবেড়িয়াকে দখলে রাখতে তৃণমূল এবারও প্রার্থী করেছে সাজদা আহমেদকেই। সিপিএমের প্রার্থী মাকসুদা খাতুন। বিজেপির জয় বন্দ্যোপাধ্যায়। মূলত এই তিন দলের মধ্যেই লড়াই।