Debasish Chakraborty
#হাওড়া: স্কুটি চালানো শিখতে গিয়ে দু’ঘন্টা ধরে সাধারণ মানুষকে সমস্যায় ফেললেন মুখ্যমন্ত্রী | পেট্রোপণ্যের বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিবাদকে তীব্র কটাখ্যা করলেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায় | উত্তর হাওড়ায় বিজেপি নির্বাচনী কার্যালয় উদ্বোধনে এসে চেনা ভঙ্গিমায় তৃণমূলের বিরুদ্ধে সরব হলেন | তিনি বলেন, ‘‘যদি পেট্রোপণ্যের বিরুদ্ধে প্রতিবাদ করেন তা হলে ওঁনার বাইকের পিছনে কেন এতো পেট্রোল চালিত গাড়ি তাঁকে ফলো করলো, উনি যা করেছেন শুধু মিডিয়ায় ফুটেজ খাওয়া আর লোক দেখানো | ক্ষমতা থাকলে পেট্রোপণ্যের ওপর রাজ্যের ট্যাক্স তুলে নিক তা হলে বুঝবো উনি মানুষের জন্য ভাবেন |’’
অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকেও তীব্র কঠাক্ষ করেন রাজীব বাবু | ‘‘কেন সিবিআই-এর বিষয় ভয় দেখাচ্ছেন, ভয় দেখাচ্ছেন করছেন ? কিসের ভয় পাচ্ছেন? কেউ তো ভয় দেখাচ্ছেন না | এতো "ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি" | একটি লেনদেনের বিষয়ে জিজ্ঞাসা করতে গিয়েছে, কোনও সমন বা জিজ্ঞাসাবাদের জন্য তুলেও আনেনি, তা হলে কিসের এতো ভয় |’’ এ ছাড়াও তিনি বিজেপি কর্মীদের উদ্দেশ্যে বলেন উত্তর হাওড়াতে বিজেপির জয়ের যথেষ্ট আশা রয়েছে যেটুকু ফাঁক ফোঁকর আছে তা ভোটার আগেই ঠিক করে নিতে হবে | তিনি দলের কর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘‘ভোট ঘোষণা হতে দিন, তৃণমূলের যত গোড়া আছে কেটে দেব। তৃণমূলের মাথাদের কেটে লাভ নাই, গোড়া উপড়ালেই তৃণমূল কাত হয়ে যাবে |’’
এ দিন হাওড়া সদরের সবক’টি আসনেই বিজেপি প্রার্থীদের জয়ী করার জন্যে যা যা করার সবকিছুই করতে হবে বললেন রাজীব বন্দ্যোপাধ্যায়। কর্মীদের মনোবল বৃদ্ধি করে মাটি কামড়ে লড়াই করার সাহস জোগালেন রাজীব। এ দিন উত্তর হাওড়া নির্বাচন কার্যলয়ে উদ্বোধনের সঙ্গে সঙ্গে বালি উত্তর হাওড়া থেকে শতাধিক মানুষ বিজেপিতে যোগদান করেন |