হুগলি থেকে নিখোঁজ নদীয়ার পাট ব্যবসায়ী৷ পরিবার সূত্রে খবর, বাড়ি থেকে ব্যবসার কাজে বেরিয়ে নিখোঁজ হন তিনি৷ প্রায় সাড়ে সাত লক্ষ টাকা সহ নিখোঁজ হয়েছেন তিনি৷ মোবাইলও বন্ধ৷ চক্রান্তের আশঙ্কা করছে পরিবার৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নদিয়ার চাকদহ থানার তারিণীপুর এলাকার বাসিন্দা ওই ব্যবসায়ী৷ নাম আজিজুল শেখ (৫৫)।পরিবারের অভিযোগ, গতকাল সকাল ৬টায় বাড়ি থেকে পাট কেনার নাম করে নগদ প্রায় সাড়ে সাত লক্ষ টাকা নিয়ে বাড়ি বের হন৷ বলেছিলেন পূর্ব বর্ধমানের পূর্বস্থলী যাবেন৷ বাড়ির কাছেই গঙ্গার নৌকা পেরিয়ে হুগলি জেলার খামারগাছি স্টেশন থেকে ট্রেন ধরবেন বলে বাড়ির লোক জানান। সেখানে স্টেশনের পাশের গ্যারেজে সাইকেল রাখেন। পরে ওই গ্যারেজে সাইকেল রাখা রয়েছে দেখতে পান পরিবার।
পরিবারের অভিযোগ, গতকাল সকাল ৮টা থেকে মোবাইলের সুইচ অফ্। পরিবারের লোকের অভিযোগ, কোনও এক দালালের মাধ্যমে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীতে পাঠ কিনতে যাচ্ছিলেন নিখোঁজ ব্যবসায়ী। চক্রান্তের গন্ধ পাচ্ছে পরিবার৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Hooghly