বীরভূম: এক মাস রোজা পালন করার পর মঙ্গলবার ইদে মেতে উঠেছিলেন আপামর ইসলাম ধর্মাবলম্বীরা। বিভিন্ন জায়গায় নিজেদের মতো করে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই রকমই একটি অনুষ্ঠান চলাকালীন আচমকা সেখানে ঢুকে পড়ে একটি গাড়ি। এই ঘটনায় হুলুস্থুল কাণ্ড বেঁধে যায় সিউড়িতে। ইদের অনুষ্ঠান চলাকালীন নিয়ন্ত্রণ রাখতে না পেরে চারচাকা গাড়ি ঢুকে যাওয়ার ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত টিকাপাড়ায়।
আরও পড়ুন: কালই রাজ্যে শাহ, আসবেন নাড্ডা-মোদিও! রাজ্য বিজেপি-র দিল্লি নির্ভরতা কি কাটবে?স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইদ উপলক্ষে মঙ্গলবার রাতে সেখানে মঞ্চ তৈরি করে নিজেদের মধ্যে নাচ-গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রাস্তার একদিকে তৈরি করা হয়েছিল মঞ্চ আর অন্যদিকে এলাকার মানুষেরা চেয়ার নিয়ে বসে সেই অনুষ্ঠান দেখছিলেন। মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত এই অনুষ্ঠান চলাকালীন হঠাৎ দর্শকাসনের দিকে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। এই ঘটনায় ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। যাদের মধ্যে চারজনের আঘাত গুরুতর৷ তাদেরকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন: খরগোশ-কচ্ছপের দৌড় মনে আছে? সেই সমীকরণেই কি এগোতে চাইছে সিপিআইএম? কী সেই ছক?সূত্রের খবর, ওই গাড়িটি প্রথমে একজনকে ধাক্কা মারে। তখনই সেখানে উপস্থিত অন্যান্যরা গাড়িটিকে ধাওয়া করতে শুরু করলে গাড়িটি গতি বাড়িয়ে এলাকা ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে। তখনই এমন ঘটনা ঘটে। ঘটনার পর গাড়িটি এলাকা থেকে চম্পট দেয়৷ ঘটনার খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ওই গাড়িতে থাকা একজনকে আটক করে৷ যদিও ঘাতক গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে সিউড়ি থানার পুলিশ।
ঘটনার পরিপ্রেক্ষিতে টিকা পাড়ার বাসিন্দা এসকে রাজুর অভিযোগ, "ওই চার চাকার গাড়িতে যে সকল যুবকেরা ছিল তারা প্রত্যেকে মদ্যপ অবস্থায় ছিল। আমাদের অনুষ্ঠান চলাকালীন তাদের গাড়ি আমাদের মঞ্চের সামনে বসে থাকা দর্শকদের আসনে ঢুকে পড়ে। ১০ জনের বেশি দর্শক আহত হওয়ার পাশাপাশি অনুষ্ঠান মঞ্চের ক্ষতি হয়েছে। একজনকে ধাওয়া করে ধরে ফেলার পর তাকে পুলিশে হাতে তুলে দিই।"
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum, Birbhum news