#ঝাড়গ্রাম: টুসু পরবে মেতে উঠেছে ঝাড়গ্রাম সহ গোটা জঙ্গল মহল। রাঢ় বাংলা, এমনকি পড়শি ঝাড়খন্ড, বিহার, ওড়িশা রাজ্যের মাহাত, কুড়মি ও সহযোগী জাতি সত্ত্বার এটি একটি বড় উৎসব এই টুসু পরব।পৌষ সংক্রান্তি মানেই গান, বাজনা, পিঠেপুলির আয়োজনে আনন্দে মাতোয়ারা গোটা এলাকা। মূল উৎসবের মূলত তিনটি পর্যায়, "চাঁওড়ি" "বাঁওড়ি" ও "মকর"। প্রথম পর্বে পরবকে কেন্দ্র করে হাট বাজার থেকে আয়োজনের সব কিছু সংগ্রহ করা হয়। দ্বিতীয় পর্বে পিঠে তৈরির আয়োজন ও তৃতীয় পর্বে নদী বা জলাশয়ে টুসু ভাসানো। টুসু শুধু উৎসবই নয়, এই পরবে প্রাচীনকাল থেকে নিয়ম বা আচার পালন করা হয়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Tusu festival