ডেবরা, পশ্চিম মেদিনীপুর: পরীক্ষা কেন্দ্রে এসেই অসুস্থ হয়ে পড়লেন উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী। আর তাকে নিয়েই চলল হুলুস্থূল কাণ্ড। শেষমেশ ভর্তি করা হল হাসপাতালে। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় পরীক্ষা সেন্টারে অসুস্থ হয়ে পড়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী। সোমবার উচ্চমাধ্যমিকের ইতিহাস পরীক্ষা ছিল। পরীক্ষা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে ডেবরা ব্লকের লোয়াদা গার্লস স্কুলের পরীক্ষার্থী অঞ্জলি মান্ডি। তার পরীক্ষাকেন্দ্র পড়েছে ডেবরা হরিমতি হাইস্কুলে। সেখানেই সোমবার পরীক্ষা চলাকালীন অসুস্থ হয়ে পড়েন ওই পরীক্ষার্থী।
আরও পড়ুন: ‘সাড়ে একটা’ বা ‘সাড়ে দুটো’ কেন বলা হয় না...? 'দেড়' বা 'আড়াই' কেন বলি বলুন তো আমরা?
করোনার সময় মাধ্যমিক পরীক্ষা না দেওয়ায় এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মানসিক চাপ অনেকটাই। জীবনের প্রথম বোর্ডের পরীক্ষায় বসল তাঁরা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে পরীক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা বার বার সামনে আসছে। এদিন অসুস্থ পরীক্ষার্থীকে নিয়ে পরীক্ষা কেন্দ্র ও পরীক্ষা পরিচালন কমিটি বেশ সমস্যায় পড়ে। শেষ পর্যন্ত তাকে হাসপাতালে ভর্তি করতে হয়। পুলিশ ও স্কুল কর্তৃপক্ষ ছাত্রীকে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন। সেখানেই তার চিকিৎসার পর হাসপাতালে বসে পরীক্ষা দিয়েছে সে।
গত ১৪ মার্চ এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন থেকেই একাধিক কেন্দ্রে অসুস্থ হয়ে পড়ে পরীক্ষার্থীরা। অনেকেই হাসপাতালে বসে পরীক্ষা দেয়। শুধু অসুস্থতা নয়, জেলার একটি কেন্দ্রে পরীক্ষা কেন্দ্রে ঢোকার সময় মৌমাছির কামড় খেয়ে হাসপাতালে ভর্তি করতে হয়। পরীক্ষা দিতে পারেনি সে। সাদা খাতা জমা দিতে হয়েছে। এদিন অবশ্য অসুস্থ হয়েও হাসপাতালে বসে পরীক্ষা দেন অঞ্জলি।
রঞ্জন চন্দ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Higher Secondary 2023, Students