পশ্চিম মেদিনীপুর: পুলিশ সুপার পদের রদবদলের পর ফের পুলিশ আধিকারিক পদে বদল। কেশিয়াড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক পদে রদবদল। এমনই নির্দেশিকা জারি হয়েছে পুলিশ দফতরের পক্ষ থেকে।
ফের কেশিয়াড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক হচ্ছেন বিশ্বজিৎ হালদার। এর আগেও তিনি বেশ কয়েকবার কেশিয়াড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিক পদে ছিলেন। পঞ্চায়েত নির্বাচনের মুখে ফের তাকেই কেশিয়াড়ির দায়িত্ব দেওয়া হল।
আরও পড়ুন: জেলায় জেলায় ঝেপে আসছে ঝড়-বৃষ্টি! ৪০ থেকে ৫০ কিমি বেগে হাওয়া! বজ্রপাত! সতর্ক করল নবান্ন...
২০১৯ সালের ৭ জানুয়ারি প্রথম কেশিয়াড়ির দায়িত্ব পান বিশ্বজিত হালদার। তমলুক থানা থেকে কেশিয়াড়ি থানার দায়িত্ব দেওয়া হয়েছিল আইসি বিশ্বজিত হালদারকে। মাঝে কয়েকবার বদল করা হলেও ফের নির্বাচনের আগে দায়িত্ব পেলেন তিনি। তবে এটা রুটিন বদলি বলে মনে করছে পুলিশ মহল।
বুধবার রাজ্য পুলিশের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে। পৃথক একটি নির্দেশিকা অনুযায়ী কেশিয়াড়ি থানার আইসি উদয়শংকর মণ্ডলকে বদলি করা হয়। ফেরানো হচ্ছে বিশ্বজিত হালদারকে।
উদয়শংকর মণ্ডল যাচ্ছেন কৃষ্ণনগরের ডিআইবির ইন্সপেক্টর হয়ে। এই পদেই ছিলেন বিশ্বজিত। বিশ্বজিত বাবু ২০১৯ সালে ৭ জানুয়ারি কেশিয়াড়ির দায়িত্ব পাওয়ার পর ২৮ ডিসেম্বর ২০২০ পর্যন্ত ছিলেন। দায়িত্বে এসেছিলেন খড়্গপুর লোকাল থানার উদয়শংকর মণ্ডল। মাঝে ফের তাকে বদলি করে বিশ্বজিতকে আনা হয়েছিল। পরে ২০২১ সালের ১১ অগস্ট বিশ্বজিতকে সরিয়ে উদয় শংকর মণ্ডলকে আনা হয়। ফের কেশিয়াড়ি থানার দায়িত্ব দেওয়া হল সেই বিশ্বজিতকে। তবে আইসি বদল ঘিরে তুঙ্গে রাজনৈতিক চর্চা।
রঞ্জন চন্দ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West bengal Police, West Midnapore