• Home
 • »
 • News
 • »
 • south-bengal
 • »
 • West Bengal News: এলাকায় ছিলেন সকলের প্রিয়, পিংলার সিভিক পুলিশের শোচনীয় পরিণতিতে কোন রহস্য?

West Bengal News: এলাকায় ছিলেন সকলের প্রিয়, পিংলার সিভিক পুলিশের শোচনীয় পরিণতিতে কোন রহস্য?

সিভিক পুলিশের কেন এমন পরিণতি? (প্রতীকী ছবি)

সিভিক পুলিশের কেন এমন পরিণতি? (প্রতীকী ছবি)

West Bengal News: পরিবার সূত্রে খবর, প্রথম দিকে ওই যুবকের ব্যবসা ভালো চললেও গত ৭ ধরে ব্যবসায় অনেক ধার দেনা হয়ে গিয়েছিল।

 • Share this:

  #পিংলা: রহস্যজনক ভাবে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু পিংলার সিভিক পুলিশের, এলাকায় শোকের ছায়া। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা থানার পিন্ডরুই ৮ নং অঞ্চলের চকচন্ডি এলাকার বাসিন্দা ওই যুবক। মৃত ওই যুবকের নাম অভিজিৎ সামন্ত (৩৫)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সিভিক পুলিশের পাশাপাশি LIC এর এজেন্ট ছিলেন। গত ছয় মাস কন্সট্রাকশনের ব্যবসা শুরু করেছিলেন।

  পরিবার সূত্রে খবর, প্রথম দিকে ওই ব্যবসা ভালো চললেও গত ৭ ধরে ব্যবসায় অনেক ধার দেনা হয়ে গিয়েছিল। তার জেরেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই যুবক। তার জেরেই এই আত্মহত্যা বলে মনে করছেন স্থানীয় গ্রামবাসীরা। জানা গিয়েছে, মৃত ওই যুবকের বাড়িতে বাবা, মা, স্ত্রী, দাদা, বউদি ও নিজের ৫ বছরের মেয়ে রয়েছে।

  আরও পড়ুন: বাংলার সংগঠনে ফাঁকফোঁকর কোথায়, সুকান্ত মজুমদারের সঙ্গে ফোনে অমিত শাহ

  আরও পড়ুন: ত্রিপুরায় তৃণমূল নেতাদের হোটেলে পুলিশি-হানা, আটক করা হবে সায়নী ঘোষকে?

  পরিবারের তরফে জানানো হয়েছে, হাসিখুশি অভিজিতের খুব ভালো দিন কাটাছিল সকলকে নিয়ে। পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের স্ত্রী ৬ মাসের অন্তঃসত্ত্বা। ঘটনাস্থলে পৌঁছেছে পিংলা থানার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তাঁরা। এলাকার এক বাসিন্দা কৃষ্ণপ্রসাদ বেরা জানিয়েছেন, এলাকার ভালো ছেলে বলেই পরিচিত ছিল অভিজিৎ। খুব সুন্দর ব্যবহার ছিল। কারও বিপদ দেখলেই ঝাঁপিয়ে পড়ত। এই ঘটনায় গোটা পিংলা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

  Published by:Suman Biswas
  First published: