#পশ্চিম বর্ধমান: তীব্র দাবদাহে পুড়ছে বাংলা! গরমে নাভিশ্বাস ওঠা অবস্থা! তারমধ্যেই ঘন ঘন লোডশেডিং! চলছে না পাখা, মিলছে না জল! বাধ্য হয়েই খালি গায়ে, হাতে পাখা নিয়ে অভিনব আন্দোলনে সামিল হলেন দুর্গাপুরের নাগরিক সমাজ। অভিনব আন্দোলনে যোগ দিলেন স্থানীয় প্রাক্তন তৃণমূল কাউন্সিলর-ও।
আরও পড়ুন: শূন্য টিকাকরণ কেন্দ্র! প্রথম ডোজ নিলেও দ্বিতীয় ডোজ নিতে চাইছে না কেউ এই জেলায়
নাগরিক সমাজের একটাই দাবি ছিল, তাঁরা বিদ্যুৎ বিভ্রাটের কষ্ট বোঝাতে খালি গায়ে পাখা হাতে নিয়েই তাঁরা স্মারকলিপি কর্তৃপক্ষের কাছে জমা দেবেন। নচেৎ, বাইরে শুয়ে পড়ে যেভাবে আন্দোলন করছেন, সেইভাবেই আন্দোলন চালিয়ে যাবেন। বিক্ষোভকারীদের অভিযোগ, প্রতিদিন কাজ সেরে ঘরে ফেরার পর বিদ্যুৎ থাকে না। আর বিদ্যুৎ না থাকলে স্বাভাবিক ভাবেই জলও পাচ্ছেন না তাঁরা। এ ছাড়া রাস্তা খারাপ, পরিষেবা নেই। তাই বাধ্য হয়ে এই অভিনব প্রতিবাদে সামিলল হয়েছেন বলে দাবি বিক্ষোভকারীদের।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West burdwan