#পানাগড় : পানীয় জলের বোতলে ভাসছে শ্যাওলা, সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকেই। বিপাকে জলের বোতল বিক্রেতা পানাগড়ের ব্যবসায়ী। পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের পাশেই পানাগড় বাইপাস লাগোয়া একটি চায়ের দোকানের মালিকের অভিযোগ, একটি জল প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে পানীয় জলের বোতল কিনে বেশ কিছু জলের বোতল তিনি বিক্রি করেন। এরপরই এলাকার বেশ কিছু ক্রেতা তাঁকে অভিযোগ জানান, তাঁর বিক্রি করা জলের বোতলের জল খেয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। অনেকেই হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি ফিরেছেন।
আরও পড়ুন: ২ হনুমানের তীব্র ঝগড়ার মধ্যে পড়লেন বৃদ্ধ! তারপরে যা ঘটল অবিশ্বাস্য! গায়ে কাঁটা দেবে...
বর্তমানে অসুস্থ হয়ে পড়া ক্রেতা ও তাঁদের পরিবারের সদস্যরা পানাগড়ের ব্যবসায়ীএ কাছে ক্ষতিপূরণ চাইছেন। বিষয়টা শোনার পরই দোকান মালিক দেখেন, সত্যি জলের বোতলের ভিতরে শ্যাওলা জমে রয়েছে। একটি, দুটি নয়, প্রায় সব ক'টি বোতলের একই অবস্থা। অগত্যা ওই পানীয় জলের সংস্থার দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করেন বিক্রেতা, কিন্তু কোনও সুরাহা হয় নি। উল্টে তারা ওই বিক্রেতাকে যা খুশি করে নেওয়ার হুমকি দিতে থাকে বলে অভিযোগ। সমগ্র পানাগড় বাজার জুড়ে অধিকাংশ দোকানেই একই অবস্থা বলে অভিযোগ করেছেন ওই বিক্রেতা।
আরও পড়ুন: বীরভূমের দুবরাজপুরে নাবালিকার বিয়ে রুখল প্রশাসন, পুনরায় তাকে ভর্তি করা হবে স্কুলে
স্থানীয় বাসিন্দা জিয়াউল হক জানিয়েছেন, তিনি এক বোতল জল কিনে নিয়ে বাড়ি গিয়ে খাওয়ার পর থেকেই অসুস্থ বোধ করেন। অবশেষে হাসপাতালে ছুটে যেতে হয়। চিকিৎসার পর বাড়ি ফিরে দেখেন, তিনি যে জলের বোতল থেকে জল খেয়েছিলেন, তার ভিতরে শ্যাওলা ভাসছে। এরপর তিনি যে দোকান থেকে জলের বোতল কিনেছিলেন, সেই দোকান মালিককে পুরো বিষয়টি জানান। ততক্ষণে আরও বেশ কিছু স্থানীয় বাসিন্দা ওই দোকান মালিকের কাছে জলের বিষয়ে অভিযোগ জানিয়েছে। দোকান মালিক বাবর আলী জানিয়েছেন, কোম্পানির সঙ্গে যোগাযোগ করে কোনও সুরাহা মিলছে না। বাধ্য হয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষতিপূরণ বাবদ চিকিৎসার খরচ দিতে হচ্ছে। কোম্পানির পক্ষ থেকে কেউ ব্যবস্থা না নিলে, বাধ্য হয়ে তিনি প্রশাসনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন।
Nayan Ghosh
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West burdwan