আসানসোল : নিছক ভুল বোঝাবুঝির জের। তার জন্যই চরম হেনস্থার শিকার হতে হল কয়েকজন ভিক্ষুককে। আসানসোলের কসাই মহল্লা মোড়ের এই ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। ভিক্ষুকদের বিরুদ্ধে অভিযোগ, তারা একটি স্কুল পড়ুয়াকে অপহরণের চেষ্টা করছে। তবে ভিক্ষুকরা বলেছেন, ব্যস্ত রাস্তায় ওই স্কুল পড়ুয়া যখন বিদ্যালয়ের দিকে যাচ্ছিল, তখন উল্টো দিক থেকে আসছিল একটি টোটো। তাকে বাঁচাতেই রাস্তা থেকে সরিয়ে দিয়েছেন। অথচ বাজারে থাকা মানুষজন বিষয়টি বুঝতে না পেরে তাদের উপর ঝাঁপিয়ে পড়েন। তবে স্থানীয় মানুষজন বলছেন, ওই ভিক্ষুকরা প্রায় বিগত সতেরো - আঠারো বছর ধরে ওই এলাকায় আসছেন।
ঘটনা প্রসঙ্গে জানা গিয়েছে, এদিন যখন ওই ভিক্ষুকরা এলাকায় গিয়েছিলেন, তখন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাচ্ছিল একটি বছর ১২ এর পড়ুয়া। কসাই মহল্লা এলাকাটি এমনিতেই ঘনবসতিপূর্ণ। ভিক্ষুকদের দাবি, তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন ওই স্কুল পড়ুয়াটিও যাচ্ছিল। কিন্তু উল্টো দিক থেকে আসছিল একটি টোটো। তাই ওই পড়ুয়াকে রক্ষা করতে তারা টেনে রাস্তা থেকে সরিয়েছিলেন। কিন্তু এই স্কুল পড়ুয়া বিষয়টি বুঝতে পারেনি।
আরও পড়ুন: ধর্মঘটে স্কুলে আসেননি শিক্ষকরা! পঠনপাঠন শিকেয়! কৃষ্ণচন্দ্রপুরে ক্লাস নিলেন কারা?
অন্যদিকে স্কুল পড়ুয়ার কথা শুনে এলাকার মানুষজন ওই ব্যক্তিদের উপর উত্তেজিত হয়ে পড়েন। তাদের আসানসোলের উত্তর থানার অন্তর্গত জাহাঙ্গির মহল্লা ফাঁড়িতে নিয়ে যাওয়া হয়। এই ভিক্ষুক দলে তিনজন মহিলা এবং একজন পুরুষ রয়েছেন। সকলকেই থানায় নিয়ে যাওয়া হয়েছিল। তবে স্থানীয় এলাকার মানুষজন বলছেন, এই ভিক্ষুকরা দীর্ঘদিন ধরে এলাকায় আসছেন। ফলে তাদের দাবি, ভিক্ষুকরা এমন কোনও কাজ করেননি। শুধুমাত্র এই বিষয়টি ভুল বোঝাবুঝির জেরে এমন হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল।
নয়ন ঘোষ
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।