#পশ্চিম মেদিনীপুর: অবশেষে বছরের প্রথম কালবৈশাখী'র দেখা মিলল শনিবার সন্ধ্যায়। স্বস্তির শীতল বারিধারা হয়ে ঝরে পড়ল মেদিনীমাতার বুকে। সেইসঙ্গে মেদিনীপুরবাসীরও যেন প্রাণ জুড়ালো। শনিবার আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকেও শোনানো হয়েছে সুখবর। আগামীকাল থেকেই দক্ষিণবঙ্গ থেকে বিদায় নিচ্ছে তাপপ্রবাহ বা লু। কমবে তাপমাত্রা। সোম-মঙ্গলবার গাঙ্গেয় উপকূলে ঝড় বৃষ্টির পূর্বাভাসও দেওয়া হয়েছে।
আরও পড়ুন- শ্রমিকদের অধিকার রক্ষায় পালিত মে দিবস, 'সাথী'দের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট মমতার
এদিকে কালবৈশাখীর দাপটে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে রাস্তার উপরে থাকা তোরণ ভেঙে মৃত্যু হল এক যুবকের। তীব্র গরমের পর শনিবার সন্ধ্যেতে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে আছড়ে পড়ল কালবৈশাখী ঝড় আর সেই ঝড়ের দাপটে ভেঙে পড়ল জাতীয় সড়ক সহ রাজ্য সড়কের লোকেশন মার্কিং লোহার তোরণ। খড়গপুর লোকাল থানার চাঙ্গুয়াল এলাকায় তোরণ ভেঙে তার নীচে চাপা পড়ে মৃত্যু হল এক বাইক চালকের। ঘটনায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খড়গপুর জামনা রাজ্য সড়ক। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তোরণ সরিয়ে দেয় এবং যুবকের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতাল পাঠায়। যুবকের নাম অনুপ হুই, বয়স ৩২ বছর।
আরও পড়ুন- ভিডিওতে দেখুন, জ্যান্ত কেউটের সঙ্গে বিয়েবাড়িতে 'নাগিন ডান্স'! কী ঘটল তারপর?
Partha Mukherjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bengal Weather, Bengal weather update, Paschim Medinipore