#কলকাতা: রবিবার রাজ্যের কোথাও সেরকম বৃষ্টি হয়নি। আর তা না থাকায় করোনার ভয় উপেক্ষা করেই বিভিন্ন জায়গায় মানুষের ঢল নেমেছে। তবে আগামিকাল থেকেই ফের শুরু হতে পারে বৃষ্টি (West Bengal Weather)। ঘুণাবর্ত নিম্নচাপ হলেই ঘনীভূত হবে আবহাওয়া(West Bengal Weather)। সেক্ষত্রে সোমবার থেকেই শুরু হয়ে যেতে পারে দুর্যোগ। তবে এই রাজ্য থেকে বর্ষা বিদায়ের (withdrawal of monsoon) বার্তা দিয়ে রেখেছে আবহাওয়া দফতর (weather office)। যার জন্য অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
আরও পড়ুন: বঙ্গোপসাগর-আরব সাগরে আবহাওয়ার রদবদল শুরু! ৪৮ ঘণ্টায় বৃষ্টি কলকাতা-সহ এই জেলায়...
রবিবার বিকেলে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে (West Bengal Weather) বলা হয়েছে, আগামী মঙ্গলবার সকাল অর্থাৎ সপ্তমীর সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে সোমবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া (West Bengal Weather) শুকনো থাকবে। আর সোমবার সকাল থেকে মঙ্গলবার সকালের মধ্যে সবকটি জেলার আবহাওয়া মোটের ওপর শুকনো থাকবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকার সম্ভাবনা সোমবার থেকেই। কোনও কোনও জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এদিন। সর্বোচ্চ এবং সর্বনিম্ন চাপমাত্রা অন্য দিনগুলোর মতোই থাকতে পারে ৩৪ ও ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
আরও পড়ুন: আজই তৈরি হচ্ছে নিম্নচাপ! পুজোয় কবে বৃষ্টি, কবে নয়? জানিয়ে দিল হাওয়া অফিস!
রবিবার বিকেলে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার সকালের মধ্যে কোনও জেলাতেই ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে হালকা বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আবহাওয়া দফতর। আবহাওয়াবিদদের মতে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলিতে হাল্কা বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে। পাশাপাশি কোথাও দিনের তাপমাত্তার সেরকম কোনও পরিবর্তন হবে না বলেও জানানো হয়েছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Forecast Of Heavy Rainfall, West bengal weather update