#বীরভূম: কিতকিত - কুমির ডাঙ্গা - রুমালচোর - লুকোচুরি মতো বেশ কিছু মজার খেলা এবার থেকে হবে রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে৷ আর এই খেলার জন্য প্রত্যেকদিন দুপুর একটা দশ থেকে একটা পঞ্চাশ পর্যন্ত সময় বরাদ্দ করা হয়েছে। খেলা শেষে পড়ুয়াদের দেওয়া হবে মিড-ডে মিল৷ অর্থাৎ তিন পিরিয়ডের পর থেকেই শুরু হবে খেলা ।
বীরভূমের সিউড়িতে এ কথা জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের চেয়ারম্যান মানিক ভট্টাচার্য। বর্তমানে অনেক বেশি ইনডোর গেমে অভ্য়স্থ শিশুরা ৷ তাই পড়ুয়াদের ফের মাঠমুখি করতেই রাজ্য়ের এই উদ্য়োগ৷
প্রাথমিক বিদ্য়ালয়ের চেয়ারম্য়ান মানিক ভট্টাচার্য বলেন, এই সব খেলা খেলে অভ্যস্ত মা দিদিমারাও তারাও নিজেদের ছেলে মেয়েদের এইসব হারিয়ে যাওয়া খেলাধূলা শেখাতে পারবেন৷ পড়ুয়ারা যে শুধু স্কুলে খেলবে তাও নয় উৎসাহী হয়ে পাড়াতে গিয়েও যখন এই খেলা খেলবে তখন বাকিদেরও এই খেলাতে উৎসাহী করবে। ধীরে ধীরে গ্রাম বাংলার পুরনো খেলা গুলো আবার ফিরে আসবে। আগামী ফেব্রুয়ারি মাস থেকেই সারা রাজ্যের প্রতিটি প্রাথমিক স্কুলে এই খেলা শুরু হবে যেখানে লুকোচুরি, রুমাল চুরি, কুমির ডাঙায় মত মজার মজার খেলা খেলবে ছাত্রছাত্রীরা তাদের উৎসাহ দেবেন অভিভাবক থেকে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা এতে ছাত্র-ছাত্রীদের শরীরচর্চা যেমন হবে তেমনই মানসিক বিকাশও ঘটবে৷
Supratim Das
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Primary School