বর্ধমান: বিধায়কের নামে ছবি দিয়ে পোস্টার দেওয়াকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলায়। রবিবার ভাতারের বনপাশ কামার পাড়ায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি ছিল ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারীর। তিনি সেখানে পৌঁছনোর আগেই তাঁর বিরুদ্ধে পোস্টারে এলাকা ছয়লাপ করে দেওয়া হয়। পোস্টারে তাঁর বিরুদ্ধে দূর হঠো স্লোগান তোলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপান উতোর।
বিধায়ক মানগোবিন্দ অধিকারী যাবার আগেই স্থানীয় বাসিন্দারা দেখতে পান এলাকার বিভিন্ন জায়গায় বিধায়কের ছবি-সহ পোস্টার লাগানো রয়েছে। সেখানে লেখা রয়েছে "৩৫ টি গরিব পরিবারের কাছ থেকে জমি কেড়ে নিয়ে বড়োলোককে বিলিয়ে দেওয়ার চেষ্টা কার স্বার্থে? মহাশয় আপনি জবাব দিন।" আর এর ঠিক নিচে লেখা, মানগোবিন্দ অধিকারী দূর হটো।
আরও পড়ুন: টার্গেট মতুয়া ভোট! 'পাশেই আছি...' তৃণমূল কংগ্রেসের তরফে বার্তা অভিষেক বন্দোপাধ্যায়ের
আর এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বিধায়কের দিদির সুরক্ষা কবজ কর্মসূচির আগেই এলাকায় বিধায়কের নাম করে দূর হটো পোস্টারকে ঘিরে শোরগোল পরে গিয়েছে এলাকায়।
এই বিষয়ে বিধায়ক মানগোবিন্দ অধিকারী জানান, আমি দেখিনি। যদি হয় তাহলে বিজেপি, সিপিএম ছাড়া এটা আর কেউ করতে পারে না। যদিও বিজেপির বর্ধমান জেলা কমিটির সহ সভাপতি শ্যামল রায় বলেন, এর সঙ্গে আমাদের কোনও সম্পর্ক নেই। বিরোধীরা কোনওভাবেই যুক্ত নয়। এটা তৃণমূলের গোষ্ঠীকোন্দল। স্থানীয় নেতৃত্ব এবং বিধায়কের লোকেদের মধ্যে জায়গা জমি কার দখলে থাকবে সেই নিয়েই বিবাদ। এটা নতুন নয়। এর আগেও ওই এলাকায় জমি বিবাদ নিয়ে ঝামেলা হয়েছিল।
আরও পড়ুন: দার্জিলিং মেলে নিশ্চিন্তে ঘুম... সকালে ঘুম ভাঙতেই চক্ষুচড়কগাছ! যা দেখলেন অশোক ভট্টাচার্য
অন্যদিকে আরও এক কদম এগিয়ে ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাসুদেব যশ জানান, মিথ্যা অভিযোগ। জমি নিয়ে দুষ্কৃতকারীদের দালালি করার ইচ্ছা ছিল। করতে পারেনি। তাই এই মিথ্যার আশ্রয়। তাঁর তাৎপর্যপূর্ণ মন্তব্য, চালের মধ্যে খুদ থাকে,সময় এসেছে খুদ বাছার। এদিকে খোদ নিজের বিধানসভা কেন্দ্র এলাকাতেই বিধায়কের বিরুদ্ধে পোস্টার পড়ায় অস্বস্তিতে শাসক দল।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: MLA, West Bengal news