মেছেদা: প্রতিদিনের মতো কাজ শেষে স্কুটি চালিয়ে বাড়ি আসছিল। স্কুটি চালাতে চালাতেই পকেটে থাকা মোবাইল ফোন ব্লাস্ট করে আগুন জ্বলে ওঠে। আগুনে পুড়ে ছাই হয় মোবাইল আহত হয় যুবক। ওই যুবকের নাম কার্তিক দাস। বাড়ি মেছাদার কাছে শান্তিপুর গ্রামে। কাকটিয়া বাজার থেকে স্কুটি চালিয়ে বাড়ির ফিরছিল সে। সে সময় হঠাৎ করে প্যান্টের পকেটে থাকা মোবাইল ফোনটি ব্লাস্ট করে আগুন জ্বলে ওঠে। তড়িঘড়ি করে ওই যুবক মোবাইল বার করতে গিয়ে হাত পুড়ে যায়। এমনকি পায়েরও কিছুটা অংশ পুড়ে গিয়েছে।
মোবাইল ফোন চার্জে দিয়ে কাজ করার সময় মোবাইল ফোন ব্লাস্ট হওয়ার ঘটনা আমরা অনেক শুনেছি। চার্জে ফোন দিলে ব্লাস্ট হয় বা আগুন ধরে। কিন্তু চার্জের না দেওয়া অবস্থায় পকেটে থাকায় মোবাইল ফোন ব্লাস্ট করার ঘটনা খুবই বিরল। শান্তিপুর গ্রামের বাসিন্দা কার্তিক দাসের পকেটে ফোন থাকে অবস্থায় হঠাৎই আগুন ধরে যায়। ফলে ঐ যুবক আহত হয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মেছেদা সহ শান্তিপুর গ্রামে।
আরও পড়ুন: অভিষেকের 'বার্তা' পেয়েই বুক চওড়া কুন্তলের! যা বললেন এবার, দুর্নীতি কাণ্ডের মোড় ঘুরিয়ে দিতে পারে
প্রসঙ্গত আমরা সবাই মোবাইল ফোন বুক পকেটে কিংবা প্যান্টের পকেটে নিয়ে কাজে বের হই। কিন্তু পকেটের ভেতরে থাকা মোবাইল ব্লাস্ট হয়ে বড়সড়ো বিপত্তি হতে পারে তার জলজ্যান্ত উদাহরণ এই ঘটনা। যুবক কার্তিক দাস জানিয়েছেন তার ফোনটি খুব বেশি পুরনো নয়।
আরও পড়ুন: পঞ্চায়েত ভোট নিয়ে এবার সুপ্রিম কোর্টে শুভেন্দু! ৭ দিন সময় চাইলেন হাইকোর্টের কাছে
প্রায় বছর দেড়েক আগে সে ফোনটি কিনেছিল। ফোন ঠিকঠাক কাজ করছিল। এদিন কাজ শেষ স্কুটি চালিয়ে বাড়ি ফেরার সময় প্যান্টের পকেটেই ছিল ফোনটি আর তখনই হঠাৎই ফোনটি ব্লাস্ট করে আগুন ধরে যায় আগুনে পুড়ে মোবাইল ফোনটি ছাই হয়। আহত হয় সে।
---Saikat Shee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bangla News, Mobile, West Bengal news