#বহরমপুর: আবারও রাজমিস্ত্রীর কাজে গিয়ে মৃত্যু হলো এক পরিযায়ী শ্রমিকের। মৃতেরর নাম সারিকুল ইসলাম। ভিনরাজ্যে গিয়ে ফের মৃত্যু হল মুর্শিদাবাদের এক পরিযায়ী শ্রমিকের। মুর্শিদাবাদের লালগোলা ব্লকের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। তামিলনাড়ুতে রাজমিস্ত্রীর কাজ করত সে। সেখানেই গত শনিবার ভাড়া থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত লাগে ও মেরুদন্ড ভেঙে যায় সারিকুলের। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর। শুক্রবার গ্রামে মৃতদেহ এসে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবারের লোকেরা।
আরও পড়ুন: ভোটের আগের রাতে কলকাতায় ঢুকল গাড়ি, ভিতরে দুই যুবক আর....তল্লাশি হতেই গ্রেফতার!
আরও পড়ুন: মমতা-অভিষেকের বুথে চমকের নাম আশির বিজিত রায়চৌধুরী, ভোটের সকালে তিনিই 'প্রথম'মৃত্যুর খবর বাড়িতে এসে পৌছাতেই শোকেরা ছায়া নেমে আসে পরিবার সহ গোটা এলাকাজুড়ে। পরিবারের বড় ছেলে সারিকুল, পরিবারে মা বাবা স্ত্রী ছোট ছেলে রয়েছে। হাসাপাতলে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী ও পরিবারের সঙ্গে কথাও হয়েছিল সারিকুলের। শুক্রবার গ্রামে মৃতদেহ এসে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকেরা। মা ফিরদৌসি বিবি বলেন, ''হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসা চলছিল। ফোনে জানতে পারলাম আমার ছেলে মারা গিয়েছে।'' স্ত্রী আসলেমা খাতুন বলেন, ''দুর্ঘটনার পর হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন ফোনে আমার সঙ্গে কথা হয়েছিল। বলেছিল একটু সুস্থ আছে। কিন্তু সকালে ফোনে জানানো হয়, আমার স্বামীর মৃত্যু হয়েছে।''
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Migrant Worker, West Bengal news