#বাঁকুড়া: প্রয়াত গায়ক কৃষ্ণকুমার কুন্নথ বা কেকে-কে শেষ শ্রদ্ধা জানাতে গান স্যালুট দিয়ে শ্রদ্ধা জানাবে রাজ্য সরকার৷ এ দিন বাঁকুড়া থেকে এই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই প্রয়াত শিল্পীর স্ত্রীর সঙ্গে ফোন কথা হয়েছে তাঁর৷
প্রয়াত সঙ্গীত শিল্পীকে শেষ শ্রদ্ধা জানাতে বাঁকুড়া সফরে কাঁটছাঁট করে দ্রুত কলকাতায় ফেরার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দমদম বিমানবন্দরে রাজ্য সরকারের তরফে কেকে-কে গান স্যালুট দেওয়া হবে৷
আরও পড়ুন: কে জানত হাতে আর কিছুটা সময়! নজরুল মঞ্চে কেকে-র শেষ কয়েক মুহূর্ত, দেখুন ভিডিও
মুখ্যমন্ত্রী বলেন, 'উনি নতুন প্রজন্মের আইকন ছিলেন৷ তাঁকে আমরা শেষ শ্রদ্ধা জানাতে চাই৷ ওঁর স্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে৷ তাড়াতাড়ি কলকাতায় ফেরার চেষ্টা করছি, যদিও শেষবার দেখতে পাই৷' কেকে-র প্রয়াণে শোকজ্ঞাপন করে ট্যুইটও করেন মুখ্যমন্ত্রী৷
আরও পড়ুন: দ্বিগুনের বেশি ভিড়েই দমবন্ধ পরিস্থিতি, কাজ করেনি এসি! স্বীকার নজরুল মঞ্চের কর্মীর
হেলিকপ্টারে কলকাতায় আসার কথা ছিল মুখ্যমন্ত্রীর৷ কিন্তু আবহাওয়া খারাপ থাকায় হেলিকপ্টারে ফেরা সম্ভব হবে না৷ তাই অণ্ডাল থেকে বিমানে দ্রুত কলকাতায় ফেরার চেষ্টা করছেন তিনি৷
গতকাল নজরুল মঞ্চে অনুষ্ঠান শেষ করার পর মৃত্যু হয় গায়ক কেকে-র৷ আজ এসএসকেএম হাসপাতালে তাঁর ময়নাতদন্ত করার কথা৷ ইতিমধ্যেই কেকে-র স্ত্রী, পুত্র, কন্যা সহ পরিবারের সদস্যরা কলকাতায় এসে পৌঁছেছেন৷ ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: KK