#রানাঘাট: রানাঘাটের বিজেপি (BJP) সাংসদ জগন্নাথ সরকারের (Jagannath Sarkar) নিরাপত্তার ব্যবস্থা করল রাজ্য সরকার৷ শনিবার রাতে বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ উঠেছিল৷ এর পরই এ দিন থেকে দু' জন পুলিশকর্মীকে সাংসদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে৷ রাজ্য সরকারের সিদ্ধান্তে খুশি বিজেপি সাংসদ৷
শনিবার রাতে কল্যাণী থেকে কাশ্মীর ফাইলস সিনেমা দেখে ফেরার সময় নদিয়ার হরিণঘাটার শিমুলতলা এলাকায় বিজেপি সাংসদ জগন্নাথ সরকারের গাড়ি লক্ষ্য করে বোমা মারার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে৷ তবে বোমা লক্ষ্যভ্রষ্ট হওয়ায় বিজেপি সাংসদ অক্ষতই ছিলেন৷ তাঁর গাড়িরও কোনও ক্ষতি হয়নি৷ এই ঘটনায় রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করে বিজেপি শিবির৷ এ দিন কলকাতা সহ গোটা রাজ্যে এই ঘটনার প্রতিবাদও করা হয়ে বিজেপি-র তরফে৷
আরও পড়ুন: 'শেষ দেখে ছাড়ব, মাথা নত করব না', ইডি-র মুখোমুখি হতে দিল্লি গেলেন অভিষেক
ঘটনার পরই পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন জগন্নাথ সরকার৷ যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ৷ ঘটনা পরই রাজ্যের তরফে নিরাপত্তা চেয়েছিলেন বিজেপি সাংসদ৷
এ দিন রানাঘাটের সাংসদ বলেন, 'গতকাল ঘটনার পরই একজন পুলিশকর্মীকে পাঠানো হয়েছিল৷ তবে আমি বলেছিলাম অন্তত দু' জন নিরাপত্তারক্ষী না দিলে আমি নেব না৷ তার পর আজ দুপুরে আরও একজন নিরাপত্তারক্ষীকে পাঠানো হয়েছে৷ রাজ্য সরকার নিরাপত্তা দেওয়ায় কিছুটা হলেও আশ্বস্ত বোধ করছি৷ এটা রাজ্য সরকারের দায়িত্ব, তা সত্ত্বেও আমি তাদের ধন্যবাদ জানাচ্ছি৷'
Ranjit Sarkar
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।