Home /News /south-bengal /
West Bengal Election Results 2021: মুর্শিদাবাদ, মালদহে সবুজ ঝড়ের ইঙ্গিত, শক্ত ঘাঁটিতে অস্তিস্ব সংকটে কংগ্রেস

West Bengal Election Results 2021: মুর্শিদাবাদ, মালদহে সবুজ ঝড়ের ইঙ্গিত, শক্ত ঘাঁটিতে অস্তিস্ব সংকটে কংগ্রেস

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

শুধু মুর্শিদাবাদ নয়, লাগোয়া জেলা মালদহেও সবুজ ঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷

 • Share this:

  #বহরমপুর: মুর্শিদাবাদ এবং মালদহতে কি অপ্রত্যাশিত ভাল ফলের দিকে এগোচ্ছে তৃণমূল? প্রথম কয়েক রাউন্ডের গণনার পর যা খবর, তাতে মুর্শিদাবাদের ২০টি আসনের মধ্যে ১৬টিতেই এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেস৷ বাকি চারটি আসনে এগিয়ে বিজেপি৷ একদা শক্ত ঘাঁটি বলে পরিচিত মুর্শিদাবাদে একটিও আসনে এগিয়ে নেই কংগ্রেস৷

  শুধু মুর্শিদাবাদ নয়, লাগোয়া জেলা মালদহেও সবুজ ঝড়ের ইঙ্গিত পাওয়া যাচ্ছে৷ প্রথম চার রাউন্ড গণনার পর মালদহের ১২টি আসনের মধ্যে ৮টিতেই এগিয়ে তৃণমূল৷ ৩টিতে এগিয়ে বিজেপি৷ আর ইংরেজবাজার আসনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে দুই দলের মধ্যে৷ অথচ প্রয়াত গণি খানের জেলায় হয়তো খাতাই খুলতে পারবে না কংগ্রেস৷

  ২০১৬ সালে এই মালদহে উল্টো ছবি দেখা গিয়েছিল৷ সেবার মালদহে একটিও আসন পায়নি তৃণমূল৷ লোকসভা নির্বাচনেও মালদহে দাপট দেখিয়েছিল বিজেপি৷ কিন্তু একুশের ভোটের ইভিএম খুলতেই ছবিটা বদলে গেল৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  পরবর্তী খবর