#মুর্শিদাবাদ: মুর্শিদাবাদ ও ভগবানগোলা বিধানসভা কেন্দ্র জনসভা মুখ্যমন্ত্রীর মঙ্গলবার দুপুরে প্রখোর রোদকে উপেক্ষা করে মুখ্যমন্ত্রী জনসভা করেন জিয়াগঞ্জে। জনসভা মঞ্চ থেকে বিজেপি ও প্রধানমন্ত্রী কে একযোগে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন জিয়াগঞ্জ স্বাস্থ্য ক্ষেত্রে লন্ডন মিশন হাসপাতাল চালু করা হয়েছে আগামী দিনে এই হাসপাতাল বড় হাসপাতাল হিসেবে তৈরি করা হবে।
ফলে লালগোলা ভগবানগোলা মানুষ উপকৃত হবেন। জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা তে নিকাশী নালার অনেক কাজ হয়েছে, ফিডার রোড সহ একাধিক কাজ হয়েছে।আমরা মনে করি ঈদের দিনে হোক বা দুর্গাপূজো ভোট যারা ভোট দেবে তারা আমাদের কে ভোট দেবে। কোভিড কে ভয় পাওয়ার কোন কারন নেই, ঝড় আসবে আমাদের কে সামলাতে হবে, নির্বাচন কমিশনার কোভিড হয়েছে তারা বাড়ি থেকে কাজ করবে আর বাড়ি থেকে কাজ করা মানে বিজেপি দ্বারা কাজ হবে, নির্বাচন কমিশনের কাছ থেকে অবাধ ও শান্তিপুর্ন্য নির্বাচন আশা করি, আর দেশের প্রধানমন্ত্রী যত ঔষধ ছিল ৬৪শতাংশ ঔষধ বাইরে দেশে পাঠানো হয়েছে। এখন আবার বলছে খোলা বাজারে ঔষধ পাওয়া যাবে, নিজের দেশের কথা চিন্তা করা দরকার নেই আর অন্য দেশে পাঠানো হচ্ছে ঔষধ। খোলা বাজার থেকে বলছে ঔষধ কিনতে, কলকাতা একটু বেশি কোভিড আক্রান্ত হচ্ছে, দৈনিক গড়ে ২০ভ্যাকসিন দিচ্ছি। সবাই সাবধান থাকতে হবে। এক লক্ষ গুন্ডা নিয়ে ভোট হচ্ছে এবং তারা কোভিড ছড়িয়ে দেওয়া হচ্ছে আমরা সব কিছু সামলে নেব তাই ঔষধ দিতে হবে। গত ছয় মাস কোভিড হয়নি আর তখন ভ্যাকসিন দিলে এই সমস্যা হত না। বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঈদের দিনে হোক বা দুর্গাপূজো ভোট যারা ভোট দেবে তারা আমাদের কে ভোট দেবে। কোভিড কে ভয় পাওয়ার কোন কারন নেই, ঝড় আসবে আমাদের কে সামলাতে হবে, নির্বাচন কমিশনার কোভিড হয়েছে তারা বাড়ি থেকে কাজ করবে আর বাড়ি থেকে কাজ করা মানে বিজেপি দ্বারা কাজ হবে, নির্বাচন কমিশনের কাছ থেকে অবাধ ও শান্তিপুর্ন্য নির্বাচন আশা করি।
Pranab Kumar Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।