উলুবেড়িয়া: আজ উলুবেড়িয়ার (Uluberia) ভোট (West Bengal Assembly Election 2021 Phase 3)। ঠিক তার আগের রাতে ইভিএম (EVM Machine) বাড়ি নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে কর্তব্যরত সেক্টর অফিসারের (Sector Officer) বিরুদ্ধে। মঙ্গলবার ভোটগ্রহণ পর্ব শুরু হওয়ার আগে ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। ইভিএম বাড়ি নিয়ে যাওয়ার অভিযোগের রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। কমিশনে (Election Commission) জমা পড়া রিপোর্টের ভিত্তিতে সেক্টর অফিসারকে সাসপেন্ড করা হয়। পাশাপাশি, উলুবেড়িয়ার সাব ইন্সপেক্টর (SI ) সুজিত চক্রবর্তী এবং হোমগার্ডকেও সাসপেন্ড করা হয়েছে কর্তব্যে গাফিলতির অভিযোগে। উদ্ধার হওয়া চারটি ইভিএম ব্যবহার করতে নিষেধ করেছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার সকালে গ্রামবাসীদের একাংশ অভিযোগ করেন, ভোটের আগের রাতে তুলসিবেড়িয়ার তৃণমূল নেতা গৌতম ঘোষ নিজের বাড়িতে ইভিএম রেখে দিয়েছিলেন। ঘটনাচক্রে মঙ্গলবার সকালে তাঁর বাড়ি থেকে ইভিএম উদ্ধার হয়। এরপরই এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।তৃণমূল নেতা গৌতম ঘোষ জানিয়েছেন, সেক্টর অফিসার সারা দিন কাজের শেষে ক্লান্ত ছিলেন, তাই তাঁকে নিজের বাড়িতে বিশ্রাম নিতে যাওয়ার অনুরোধ করেন তিনি। পরে সকাল হতেই ঘটনার কথা জানাজানি হয়। এলাকায় উত্তেজনা ছড়ায়।
এ দিকে সেক্টর অফিসারের তপন সরকারের দাবি, সারাদিন কাজ করার পরে ক্লান্ত ছিলেন তিনি। তাই আত্মীয়ের বাড়িতে গিয়েছিলেন। তবে এই কাজ করা কখনই ঠিক হয়নি বলেও স্বীকার করেছেন তিনি। অন্যদিকে, উলুবেড়িয়া উত্তরের বিজেপি প্রার্থীর অভিযোগ, তুলসিবেড়িয়ার তৃনমূল নেতা গৌতম ঘোষ রিগিং করতেই পরিকল্পিতভাবে ইভিএম নিজের বাড়িতে এনে রেখেছিল।