#পূর্ব বর্ধমান: রোদের ঝলকানিতে অতিষ্ঠ মানুষ। সূর্যের তাপে সকাল থেকেই কালঘাম ছুটেছে সাধারণ মানুষের। কেউ মাথায় ছাতা নিয়ে তো কেউ রাস্তায় বেড়িয়েছেন গামছা মুখে জড়িয়ে। পারদ ঊর্ধ্বমুখী গোটা রাজ্য জুড়েই। বাদ নেই পূর্ব বর্ধমান জেলাও। গত কয়েকদিনের আবহাওয়ায় রীতিমত নাজেহাল জেলাবাসী । আপাতত বৃষ্টির অপেক্ষায় সাধারণ মানুষ ।
আলিপুর আবহাওয়া দফতরের ওয়েদার আপডেট অনুযায়ী, শনিবার সকাল থেকেই জেলায় তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। মেঘ কেটে রোদ ঝলমলে আকাশের সঙ্গে সঙ্গেই লাফিয়ে বেড়েই চলেছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণও। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুকনোই থাকছে দক্ষিণের জেলাগুলি। বাদ নেই না পূর্ব বর্ধমানও। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই বলছেন আবহাওয়াবিদরা ।
আরও পড়ুন - Maldah News: ছোট ছোট বাচ্চারা মন্দিরে বিক্রি করছে ফুল-বেলপাতা, হচ্ছে রোজগার
চলতি বছরে এখনও তেমন ভাবে দেখা মেলেনি কালবৈশাখীর। আবহাওয়াবিদদের মত, ঝড় বৃষ্টি হলেই স্বস্তি পাবেন সাধারণ মানুষ । তবে আগামী কয়েকদিনে ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে গরমে হাসফাঁস করতেই হবে শহরবাসীকে। আবহাওয়ার দফতর সূত্রে খবর, পূর্ব বর্ধমান জেলার সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস। ও সর্বনিন্ম তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকছে। সঙ্গে থাকছে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ।
শহরবাসী বলছেন, প্রতি বছরই পূর্ব বর্ধমান জেলায় গরম অতিরিক্তই থাকে । তবে অন্যান্য বছরও এপ্রিল মাসে অন্তত একবার বৃষ্টিতে ভেজে শহর । কিন্তু এবছর এখনও বৃষ্টি নেই । কবে যে বৃষ্টি আসবে সেই প্রশ্নই এখন শহরবাসীর মুখে মুখে ।
Malobika Biswas
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Heat Wave, Weather Update