#কলকাতা: রাতেই কলকাতায় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর৷ আজ, বুধবার সন্ধে সাতটা নাগাদ হাওয়া অফিসের জারি পূর্বাভাস অনুযায়ী, ঘণ্টা দু' য়েকের মধ্যেই কলকাতার কিছু অংশ এবং দক্ষিণ চব্বিশ পরগণায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর৷ হুগলি জেলার জন্য়ও একই ধরনের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর৷ ফলে প্রবল গরম থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন এই সমস্ত অঞ্চলের মানুষ৷
গত কয়েকদিন ধরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রবল গরমে হাঁসফাঁস করছেন মানুষ৷ ফলে ঝড়, বৃষ্টিতে সাময়িক স্বস্তি মিলতে পারে৷
আবহাওয়া দফতর থেকে অবশ্য় এ দিনই জানিয়ে দেওয়া হয়েছে, আগামী সপ্তাহে ঘূর্ণিঝড় যশের দাপটে প্রবল বৃষ্টিতে ভাসবে কলকাতা৷ আগামী ২৬ মে ঘূ্র্ণিঝড় আছড়ে পড়ার দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে৷ ২৫ মে মঙ্গলবার থেকে শুরু হয়ে ২৭ মে বৃহস্পতিবার পর্যন্ত চলতে পারে বৃষ্টি৷
Biswajit Saha
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Rain, Weather Alert, Weather Update