#কলকাতা: মৌসুমী অক্ষরেখা উত্তর থেকে দক্ষিণে সরছে। আগামীকাল ও পরশু বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। ওয়াইড স্প্রেইড রেইন দক্ষিণবঙ্গের সব জেলাতেই হবে।
বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান ও উত্তর ২৪ পরগনা জেলাতে।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং. কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি- এই পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে।
আরও পড়ুন - শ্রাবণেও অধরা বৃষ্টি, নেই সেচের জলও, শস্যভাণ্ডার বাঁচাতে বিশেষ পদক্ষেপ প্রশাসনেরআজ ও কাল তাপমাত্রা ও অস্বস্তি বাড়বে দক্ষিণবঙ্গে। সোমবার থেকে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি কমতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।
আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস বলেছেন, রবিবার থেকে মৌসুমী অক্ষরেখা দক্ষিণের দিকে সরবে। তার ফলেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। কয়েকটি জেলায় ভারী বৃষ্টি হলেও সব জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। এর ফলে দার্জিলিং ও কালিম্পং জেলায় ভূমি ধ্বস হতে পারে। নদীর জলস্তর বাড়তে পারে।
শনিবার ৭০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত অর্থাৎ অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং. আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। ভারী বৃষ্টি অর্থাৎ ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর জেলাতে।
রবিবার ৩১ শে জুলাই অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই তিন জেলাতে। ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং কালিম্পং মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
সোমবার অতি ভারী বৃষ্টির সতর্কতা অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে দার্জিলিং. কালিম্পং. আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে।
আরও পড়ুন- সেঞ্চুরি করার পথে সুন্দরবনের বাঘ, বিশ্ব বাঘ দিবসে '৯৬ নট আউট'মঙ্গলবারেও অতি ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং এবং জলপাইগুড়ি জেলাতে। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার. আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায়।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Alipore Weather, Bengal Weather, Kolkata Weather Forecast, West Bengal Weather