corona virus btn
corona virus btn
Loading

সরকারি সাইকেল চাই না , ভাল রাস্তা চাই, দাবি পড়ুয়াদের

সরকারি সাইকেল চাই না , ভাল রাস্তা চাই, দাবি পড়ুয়াদের
photo: Collected
  • Share this:

#বাসন্তী: কন্যাশ্রী হোক বা যুবশ্রী, অথবা সবুজ সাথী৷ এই তিনের কোনও কিছু চাই না৷ আমরা শুধু একটা ভাল রাস্তা চাই৷ যে রাস্তা দিয়ে আমরা ভাল ভাবে বা সুষ্ঠু ভাবে চলতে পারবো৷ এমনই দাবি ছাত্র ছাত্রীদের।  দঃ ২৪ পরগনা বাসন্তী চড়াবিদ্যা অঞ্চলের পড়ুয়ারা এমনটাই চাইছেন৷

সূত্রে খবর, দীর্ঘ ৩০ বছর যাবৎ  এমনিই বেহাল দশা গ্রাস করেছে এই রাস্তাটাকে। বাম সরকারের আমল থেকে আর আজ বর্তমান সরকারের আমলে একই অবস্থা। যেখানে এই সরকারের নজর একটুও পড়েনি। যেখান দিয়ে নিত্য দিনের যাতায়াত চড়াবিদ্যা শ্রী শ্রী রামকৃষ্ণ বিদ্যা মন্দিরের কয়েক হাজার ছাত্র-ছাত্রী সহ ওই অঞ্চলের সমস্ত গ্রামবাসীদের। এরপর কন্যাশ্রী ও যুবশ্রীর দেওয়া সরকারী সাইকেল রাস্তায় ফেলে পথ অবরোধ করে। আমরা সাইকেল চাই না , একটা ভালো রাস্তা চাই , এমনিই করুণ দাবি পথে নামে কয়েক হাজার ছাত্র ছাত্রী ।

তাদের দাবি না মানা হলে বন্ধ অনির্দিষ্ট কালের জন্যে চলবে। এই ঘটনায় একটি প্রশ্নচিহ্ন রয়ে গেল যে, এই বর্তমান সরকারের আমলে স্কুল ছাত্র ছাত্রীদের পথে নামতে হচ্ছে। এর পর তারা চড়াবিদ্যা পঞ্চায়েতে গেটে তালা মেরে বিক্ষোভ দেখালো। ঘটনাস্থলে আসে বাসন্তী থানার পুলিশ।

First published: March 8, 2019, 4:03 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर