Supratim Das
#বীরভূম: প্রায় তিন সপ্তাহ ধরে পানীয় জল সরবরাহ বন্ধ রয়েছে বীরভূমের রাজনগরের আড়ালি গ্রামে। স্থানীয় রাজনগরের পদমপুরের পি.এইচ.ই -এর পাম্প হাউস থেকে জল সরবরাহ করা হয় রাজনগর সহ রাজনগরের বিভিন্ন গ্রামে। সম্প্রতি ঘোষণা করে বেশ কয়েকদিন ধরে রাজনগরে জল সরবরাহ বন্ধ রেখে জলের পাইপ লাইন পাল্টানো হয়। জল সরবরাহ সব জায়গায় স্বাভাবিক হয়ে গেলেও জল সরবরাহ বন্ধ হয়ে রয়েছে আড়ালি গ্রামে। জানা গিয়েছে, মাটির তলায় ওই গ্রামের জলের পাইপ লাইন ফেটে যাওয়ায় জল সরবরাহ বন্ধ। ফলে পানীয় জলের সমস্যায় গ্রামবাসীরা। তাই ভরসা এখন গ্রামের দু প্রান্তের থাকা টিউব কল।
গ্রামে প্রায় ১৫ থেকে ২০ দিন জল না আসায় সমস্যায় পড়েছেন গ্রামের চায়না বাদ্যকর, মনি বাদ্যকর, কানাই পাল, নমিতা বাদ্যকররা । গ্রামের বাইরে একটি টিউবওয়েল থেকে তাঁদের জল আনতে হচ্ছে। গ্রামবাসীদের দাবি, অবিলম্বে এই জলের পাইপলাইন গুলি সারিয়ে যেন জল সরবরাহ চালু করা হয়। তবে ঘটনার কথা জেনে অবিলম্বে তা সারানোর নির্দেশ দিয়েছেন বীরভূম জেলা পরিষদের মেন্টর অভিজিত সিংহ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Birbhum, Water Supply