Home /News /south-bengal /
মাথায় সিঁদুর, কপালে টিপ, পরণে শাড়ি, বহুরূপীর মুখের মজার কবিতায় মুখর সোশ্যাল মিডিয়া, দেখুন Viral Video

মাথায় সিঁদুর, কপালে টিপ, পরণে শাড়ি, বহুরূপীর মুখের মজার কবিতায় মুখর সোশ্যাল মিডিয়া, দেখুন Viral Video

Photo Courtesy- Facebook Video Grab

Photo Courtesy- Facebook Video Grab

বহু প্রাচীন সংস্কৃতি এই বহুরূপী, সময়ের সঙ্গে বদলেছে এদের শিল্প ভাবনাতেও

  • Share this:

#লাভপুর : বীরভূমের লাভপুরের বিষয়পুর ও বীরভূমের সাঁইথিয়ার বিভিন্ন গ্রাম থেকে ছড়িয়ে ছিটিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় থাকেন ওঁরা৷

ওঁরা বহুরূপী লাভপুর থেকে বর্ধমান বা কলকাতা রাজ্যের বিভিন্ন জায়গায় এই জীবিকার ভিত্তিতেই পেট চালান। এরকমই এক বীরভূমের বহুরূপী রাজ্যের বিভিন্ন জায়গার নাম নিয়ে মজার কবিতা আওড়েছেন৷ যা  ভাইরাল হয়েছে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে।  আগে এদের কাছে কোন পরিচয় পত্র ছিল না তবে রাজ্য সরকারের দেওয়া পরিচয় পত্র এখন এদের সম্বল,  তার সঙ্গে এরা এখন শিল্পী ভাতাও পান।

পরিচয় পত্র পাওয়াতে এখন অনেকটাই সুবিধা হয়েছে  তারা এখন যে কোন গ্রামে যে কোন মানুষের বাড়িতে গিয়ে নিজেদের অভিনয় দেখাতে পারেন। আগে মানুষ সন্দেহ করে  এদের অনেক জায়গায় আটকে রাখতেন  ৷

তাদের,  ফলে ঝামেলায় জড়িয়ে পড়তেন বহুরূপীরা। এই বহুরূপীদের বীরভূমের বিভিন্ন জায়গা তো বটেই রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন সাজে দেখতে পাওয়া যায়। কখনো শিব-দুর্গা,  তো কখনো কালী  তো কখনো ডাকাত ও হনুমানের বেশে।

আরও পড়ুন - ‘বসন্ত এসে গেছে’-চুটিয় প্রেমে ব্যস্ত খুদেরা, হেসে খুন নেটিজেনরা, দেখুন ভাইরাল ভিডিও

রাজ্যের বিভিন্ন জায়গায় যে সমস্ত বহুরূপীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদের বেশিরভাগেরই বাড়ি বীরভূমের লাভপুর ও সাঁইথিয়ার গ্রামগুলিতে। এই ভিডিওতে যে বহুরূপীকে দেখা যাচ্ছে তার নাম জানা যায়নি কিন্তু তার কবিতা মন কেড়েছে সবার। বীরভূমের মানুষ কি রকম হয়?  বর্ধমানের মানুষ কি রকম হয়?  বা কলকাতার মানুষ ই বা কিরকম হয় তার এই মজার ছলের কবিতা নজর কেড়েছে সবার। দেখে নিন সেই ভিডিও ৷

Supratim Das

Published by:Debalina Datta
First published:

Tags: Viral Video, ভাইরাল ভিডিও

পরবর্তী খবর