#শিলিগুড়ি; কেন্দ্রীয় পুলিস পর্যবেক্ষক বিবেক দুবে বুধবার ভোরে দিল্লি যাচ্ছেন কমিশন সূত্রে খবর। সকাল ৬.৫৫-র উড়ান। প্রথমে গুরুগ্রাম যাবেন নিজের বাড়িতে।দিনের দ্বিতীয় ভাগে কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন বিবেক দুবে। তৃতীয় দফার ভোটে রাজ্যের একাধিক জায়গায় বিক্ষিপ্ত হিংসার ঘটনা ঘটেছে। সুজাতা মণ্ডল খাঁ ও পাপিয়া অধিকারীর উপর হামলার রিপোর্ট জমা পড়েছে বিশেষ পুলিস পর্যবেক্ষক বিবেক দুবের কাছে।
তৃতীয় দফার নির্বাচনে একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটায় তৃণমূলের তরফেও বিবেক দুবেকে ফোন করা হয়েছিল। উল্লেখ্য, দ্বিতীয় দফার ভোটের পরও কমিশন ও বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, নির্বাচন কমিশনার সুনীল আরোরা ও উপ নির্বাচনী কমিশনার সুদীপ জৈন তাঁর সঙ্গে বৈঠক করবেন। কমিশন সূত্রে খবর, আগামী তিন দিফার নির্বাচন নিয়ে আলোচনা হবে। জানা যাচ্ছে, আলোচনা হবে বাহিনী নিয়েও।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: West Bengal Assembly Election 2021, West Bengal Election 2021