Home /News /south-bengal /
বড়দিনের আগে নতুন করে সেজে উঠছে সৈকত শহর দিঘা, তৎপরতা তুঙ্গে!

বড়দিনের আগে নতুন করে সেজে উঠছে সৈকত শহর দিঘা, তৎপরতা তুঙ্গে!

আর মাত্র ৩দিন। তারপরই ২৫ ডিসেম্বর, বড়দিন

  • Share this:

SUJIT BHOWMIK

#দিঘা: আর মাত্র ৩দিন। তারপরই ২৫ ডিসেম্বর, বড়দিন। ডিসেম্বর মানেই বড়দিন। ডিসেম্বর মানেই কার্নিভাল। শীতের ঝোড়ো ইনিংসে উৎসবের মেজাজ। আর দেদার ঘুরে বেড়ানো। তবে এবার সবটাই একটু বেসুরো। CAA-র বিরুদ্ধে আন্দোলনের নামে হিংসা ও রাজনৈতির কর্মসূচির জেরে উৎসব যেন কিছুটা ফিকে। অশান্তির ভয়ে বেড়াতে যেতে ভয় পাচ্ছেন পর্যটকেরা। তবে ব্যতিক্রম বাঙালির প্রিয় দিঘা। আলসে শীতের আদরে চেনা সৈকত শহর আরও সুন্দরী। দিঘাজুড়ে উৎসবের মেজাজ। শনিবার ভোর ভোর অনেকেই পৌঁছে গিয়েছেন দিঘা। বিচে ছড়িয়ে-ছিটিয়ে চুটিয়ে ছুটি উপভোগ করছেন পর্যটকেরা। ঝাউবনের মধ্যে চলছে পিকনিক। IMG-20191221-WA0021 যেখানে শীতের সাত সকালেই আজ পর্যটকরা সি বিচে ঘুরছেন উৎসবেরই মুডে। বলছেন, বড়দিনের ছুটির আনন্দ উপভোগে কোরতেই ২৫ ডিসেম্বরের আগে আগেই চলে এসেছে। শনিবারের ভোর ভোর অফিসের বন্ধুদের সঙ্গে কলকাতার বেহালা থেকে দিঘায় ছুটি কাটাতে এসেছেন তন্ময় অধিকারী। বলছেন, 'শীতের আমেজ পুরো মাত্রায় অনুভব করছি। ভোরের দিঘা যেন অনেক বেশি ভালোলাগার। দারুণ আনন্দ লাগছে।' হাওড়া থেকে আসা পর্যটক দেবপ্রিয়া মুখোপাধ্যায় বললেন - বড়দিনের আগে আগে দিঘা যেন আরও সুন্দরী হয়ে উঠছে।

Published by:Ananya Chakraborty
First published:

Tags: Christmas, Digha, Tourists

পরবর্তী খবর