SUJIT BHOWMIK
#দিঘা: আর মাত্র ৩দিন। তারপরই ২৫ ডিসেম্বর, বড়দিন। ডিসেম্বর মানেই বড়দিন। ডিসেম্বর মানেই কার্নিভাল। শীতের ঝোড়ো ইনিংসে উৎসবের মেজাজ। আর দেদার ঘুরে বেড়ানো। তবে এবার সবটাই একটু বেসুরো। CAA-র বিরুদ্ধে আন্দোলনের নামে হিংসা ও রাজনৈতির কর্মসূচির জেরে উৎসব যেন কিছুটা ফিকে। অশান্তির ভয়ে বেড়াতে যেতে ভয় পাচ্ছেন পর্যটকেরা। তবে ব্যতিক্রম বাঙালির প্রিয় দিঘা। আলসে শীতের আদরে চেনা সৈকত শহর আরও সুন্দরী। দিঘাজুড়ে উৎসবের মেজাজ। শনিবার ভোর ভোর অনেকেই পৌঁছে গিয়েছেন দিঘা। বিচে ছড়িয়ে-ছিটিয়ে চুটিয়ে ছুটি উপভোগ করছেন পর্যটকেরা। ঝাউবনের মধ্যে চলছে পিকনিক।
যেখানে শীতের সাত সকালেই আজ পর্যটকরা সি বিচে ঘুরছেন উৎসবেরই মুডে। বলছেন, বড়দিনের ছুটির আনন্দ উপভোগে কোরতেই ২৫ ডিসেম্বরের আগে আগেই চলে এসেছে। শনিবারের ভোর ভোর অফিসের বন্ধুদের সঙ্গে কলকাতার বেহালা থেকে দিঘায় ছুটি কাটাতে এসেছেন তন্ময় অধিকারী। বলছেন, 'শীতের আমেজ পুরো মাত্রায় অনুভব করছি। ভোরের দিঘা যেন অনেক বেশি ভালোলাগার। দারুণ আনন্দ লাগছে।' হাওড়া থেকে আসা পর্যটক দেবপ্রিয়া মুখোপাধ্যায় বললেন - বড়দিনের আগে আগে দিঘা যেন আরও সুন্দরী হয়ে উঠছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।