#শান্তিনিকেতন: বসন্তোৎসবের শরীরে ভোটের উত্তাপ। উত্তাপ ছুঁয়ে গিয়েছে বিশ্বভারতীর কলাভবনের পড়ুয়াদেরও। দুই উৎসবের উদযাপনে সেজে উঠছে শান্তিনিকেতন। তবে একটু অন্যভাবে।
ভোট আসছে। সাজছে শহর। বিশ্বকবির শান্তিনিকেতনের দেওয়াল জুড়ে এখন রঙের খেলা। চলছে ওয়ালিং। তবে এটা ঠিক দেওয়াল লিখন নয়.......বলা ভাল, দেওয়াল-চিত্রণ।।
কলাভবনের ছাত্রছাত্রীরা এভাবেই রাঙিয়ে তুলছেন বিশ্বভারতীকে। বিশ্ববিদ্যালয়ের সমবায় ব্যাঙ্কের সামনে দুশো মিটার ফাঁকা দেওয়াল এখন শান্তিনিকেতনী মিউরালে রঙিন। কোথাও সাদা-কালোর কোলাজ। তো কোথাও হলদে-কালোর গ্রাফিতি।