ভোটের দেওয়াল লিখন ছাপিয়ে গেল বিশ্বভারতীর দোলের দেওয়াল চিত্রণ

photo: News18 Bangla

photo: News18 Bangla

  • Last Updated :
  • Share this:

    #শান্তিনিকেতন: বসন্তোৎসবের শরীরে ভোটের উত্তাপ।  উত্তাপ ছুঁয়ে গিয়েছে বিশ্বভারতীর কলাভবনের পড়ুয়াদেরও। দুই উৎসবের উদযাপনে সেজে উঠছে শান্তিনিকেতন। তবে একটু অন্যভাবে।ভোট আসছে। সাজছে শহর। বিশ্বকবির শান্তিনিকেতনের দেওয়াল জুড়ে এখন রঙের খেলা।  চলছে ওয়ালিং।  তবে এটা ঠিক দেওয়াল লিখন নয়.......বলা ভাল, দেওয়াল-চিত্রণ।।কলাভবনের ছাত্রছাত্রীরা এভাবেই রাঙিয়ে তুলছেন বিশ্বভারতীকে।  বিশ্ববিদ্যালয়ের সমবায় ব্যাঙ্কের সামনে দুশো মিটার ফাঁকা দেওয়াল এখন শান্তিনিকেতনী মিউরালে রঙিন। কোথাও সাদা-কালোর কোলাজ। তো কোথাও হলদে-কালোর গ্রাফিতি।ভোটের উত্তাপ ছড়াচ্ছে। দেওয়াল লিখন নিয়ে চলছে অঘোষিত প্রতিযোগিতা।।  ফাঁকা দেওয়াল মূহূর্তে সুবজ, গেরুয়া, লালে লাল ।  কোনভাবেই যাতে বিশ্বভারতীর দেওয়ালে জোড়াফুল বা পদ্ম না ফোটে,  তার জন্যই পড়ুয়াদের অভিনব শিল্প-ভাবনা।রাজনীতি হোক রাজনীতির জায়গায়। শিল্পের জায়গায় শিল্প। বলছে শান্তিনিকেতন।  সামনেই বসন্তোৎসব। আসছেন দেশি-বিদেশি পর্যটকরা। বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য নষ্ট হতে দিতে চান না পড়ুয়ারা।

    First published:

    Tags: Basanta Utsav, Dol, Shantiniketan