Home /News /south-bengal /
Viral: থিকথিক করছে ভিড়, স্ত্রী-কে জানালা দিয়ে বাসে তুললেন স্বামী ! ভিডিও ভাইরাল

Viral: থিকথিক করছে ভিড়, স্ত্রী-কে জানালা দিয়ে বাসে তুললেন স্বামী ! ভিডিও ভাইরাল

ভিড়ের ঠেলায় বাসের ভিতরে প্রবেশ করতে রীতি মতো যুদ্ধ শুরু হয়েছিল ৷

  • Share this:

#সাগরদ্বীপ: সংক্রান্তির পুণ্য স্নান করতে গঙ্গাসাগরে প্রতি বছরই আসেন  এ রাজ্যের ও ভিন রাজ্যের লক্ষ লক্ষ পুণ্যার্থী | পুণ্য স্নান ও কপিল মুনির আশ্রমে পুজো দিয়ে এবার বাড়ি ফেরার পালা | একই সাথে লাখ লাখ মানুষ ফিরছে তাদের বাড়ি, ভিড়ও বাড়ছে বাসে ৷

ভিড়ের ঠেলায় বাসের ভিতরে প্রবেশ করতে রীতি মতো যুদ্ধ শুরু হয়েছিল ৷ ঠিক এই রকমই একটি বাসে উঠতে গিয়ে প্রান ওষ্ঠাগত এক দম্পতীর ৷ বাসের সিট দখলে চলছে লড়াই ৷ বাসের গেটে লড়াই না  গিয়ে এক অভিনব পন্থা নিলেন এক ব্যক্তি ৷নিজের স্ত্রীকে বসে তুললেন বাসের জানালা দিয়ে ৷ সেই দৃশ্য মুহূর্তেই মোবাইল ক্যামেরাবন্দি করলেন এক এক পুলিশ আধিকারিক এবং সেই ভিডিও মুহুর্তেই সোশ্যাল দুনিয়াতে ভাইরাল ৷

Published by:Siddhartha Sarkar
First published:

Tags: Viral Video

পরবর্তী খবর