#খেজুরি: পঞ্চায়েত নির্বাচন কবে ? সম্ভবত হাইকোর্টের রায়ে মঙ্গলবারই সেই উত্তর মিলবে ৷ তার আগে ফের উত্তপ্ত খেজুরি ৷ তৃনমূল ও বিজেপি সমর্থকদের মিছিল পাল্টা মিছিল, মারামারি ও বোমাবাজির ঘটনাকে ঘিরে উত্তপ্ত খেজুরি ৷ দু’পক্ষই হাতে অস্ত্র নিয়ে মারামারি করে বলে অভিযোগ । দল বেঁধে দু’দলের মহিলারাও গন্ডগোলে জড়িয়ে পড়ে। ঘটনায় শাসক এবং বিরোধী উভয় পক্ষেরই বেশ কয়েকজন আহত হয়েছে বলে জানা গিয়েছে ।
পুলিশ সূত্রে খবর, দু’তরফের সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন ৷ আহতদের খেজুরির জনকা হাসপাতালে ভর্তি করা হয়েছে । শাসক এবং বিরোধী দলের মোট সাতজন গুরুতর আহত হয়েছেন ৷ এদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Khejuri, Panchayat Election 2018, South Bengal Panchayat Election 2018