#কলকাতা: পঞ্চায়েত ভোট ঘিরে মৃত্যু মিছিল অব্যাহত । মুর্শিদাবাদের বড়ঞায় দুষ্কৃতীদের গুলিতে খুন স্থানীয় তৃণমূল নেতা। রেজিনগরে শাসক দলের অফিসে ঢুকে মারধরের অভিযোগ কংগ্রেসের বিরুদ্ধে। হুগলির বাগনানে বিজেপি তৃণমূল সংঘর্ষ। গাড়ি ভাঙচুর, চলে বোমাবাজিও ।
ভোট ঘিরে রাজ্য যেন অশান্তি উপত্যকা। কিছুতেই থামছে না রাজনৈতিক সংঘর্ষ।
বড়ঞায় তৃণমূল নেতা খুন মুর্শিদাবাদের বড়ঞা থানার ডাকবংলোয় বোমার আঘাতে নিহত একঘড়িয়ার তৃণমূল নেতা রবিউল শেখ। ডাকবংলো পার্টি অফিস থেকে বেরিয়ে একঘড়িয়ার দিকে যাচ্ছিলেন রবিউল। অভিযোগ মাঝপথে বাইকে করে এসে তার পথ আটকায় একদল দুষ্কৃতী। তাঁকে লক্ষ করে ছোঁড়া হয় বোমা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল নেতা রবিউলের। খুনের পিছনে কংগ্রেস সিপিএম জোট কর্মীদের যোগ রয়েছে বলে দাবি নিহত তৃণমূল নেতার পরিবারের। দিনহাটায় আক্রান্ত তৃণমূল কর্মী কোচবিহারের দিনহাটার গীতালদহে ধারালো অস্ত্রের কোপে আহত আরও এক তৃণমূল কর্মী। আক্রান্তরা দিনহাটা মহকুমা হাসপাতালে ভরতি। রেজিনগরে তৃণমূল কর্মীদের মারধর তৃণমূল সমর্থকদের বেধড়ক মারধর রেজিনগরে। অভিযোগ তৃণমূল কার্যালয়ে ঢুকে মারধর চালিয়েছে কংগ্রেস কর্মীরা। গুরুতর আহত ৪ তৃণমূল সমর্থক ভরতি হাসপাতালে। ঘটনায় ৪ জনকে আটক করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে কংগ্রেস। বাগনানে তৃণমূল বিজেপি সংঘর্ষ বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাশ বিজয়বর্গিয়র বিতর্কিত বক্তৃতা। তার জেরেই হাওড়ার বাগনানে তৃণমূল-বিজেপি সংঘর্ষ। দুপক্ষের প্রায় ৩০টি বাড়িতে ভাঙচুর চলে। ৩ তৃণমূলকর্মীকে বেঁধে মারধরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে। তাদের উদ্ধারে গেলেই সংঘর্ষের সূত্রপাত হয়। ঝাড়গ্রামে তৃণমূল প্রার্থীর বাড়িতে আগুন ঝাড়গ্রামের আগুইবনিতে রবিবার রাতে গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী স্বরাজ গিরির বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ স্থানীয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে। থানায় অভিযোগ দায়ের স্বরাজ গিরির। বাদুড়িয়ায় বোমাবাজি উত্তর২৪ পরগনার বাদুড়িয়ায় তৃণমূলকর্মীর বাড়িতে বোমা মারা ও ব্যানার ছেঁড়ার অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার বাদুড়িয়ার সিপিএম নেতৃত্বের। ঘটনা ঘিরে উত্তেজনা রয়েছে এলাকায়।নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Panchayat Election 2018, South Bengal Panchayat Election 2018, TMC