#বর্ধমান: বিকল্প পথ অনেক দূর। তাই নদী পারাপারে জরাজীর্ণ বাঁশের সেতুই একমাত্র ভরসা বর্ধমান এক ও মন্তেশ্বর ব্লকের প্রায় কুড়িটি গ্রামের বাসিন্দাদের। প্রশাসনকে জানিয়েও সুরাহা মেলেনি বলে অভিযোগ এলাকাবাসীর।
নড়বড়ে বাঁশের সেতু। তার অনেক জায়গাতেই লম্বা ফাটল। তবু স্কুল, কলেজ বা অন্য কোথাও যেতে হলে খড়ি নদীর উপর এই ভাঙাচোরা সেতুই একমাত্র ভরসা প্রায় কুড়িটি গ্রামের বাসিন্দাদের। এমনকী হাসপাতালে রোগী নিয়ে যাওয়ারও একমাত্র পথ এই সেতু। বিকল্প রাস্তা আছে। কিন্তু, সেখান দিয়ে যেতে প্রায় কুড়ি কিমি রাস্তা ঘুরতে হয়। তাই তিন দশক ধরে প্রাণের ঝুঁকি নিয়ে এই সেতু দিয়েই যাতায়াতে অভ্যস্ত হয়ে গেছেন মন্তেশ্বরের গোপালনগর, শুশুনিয়া, সরষেডাঙা, খরমপুর সহ বিভিন্ন গ্রামের মানুষ। প্রায়ই তাঁদের দুর্ঘটনার মুখেও পড়তে হয়।
বর্ধমান এক নম্বর ব্লকের বন্ডুল পঞ্চায়েত ও মন্তেশ্বর ব্লকের শুশুনিয়া পঞ্চায়েতের মাঝখান দিয়ে বয়ে গেছে খড়ি নদী। অভিযোগ, স্থানীয় প্রশাসনের ক্ষমতা বদল হলেও তিন দশক আগে তৈরি কাঠের সেতুর হাল বদলায়নি। দীর্ঘদিন ধরে পাকা সেতুর দাবি তুলেছেন এলাকাবাসী। বদলে শুধুই আশ্বাস পেয়েছেন তাঁরা।
মুখ্যমন্ত্রীর উদ্যোগে রাজ্য জুড়ে উন্নয়ন চলছে। সেই উন্নয়নের ছোঁয়া লাগবে ভাঙাচোরা এই সেতুতেও। দীর্ঘ অপেক্ষার পরও আশায় বর্ধমান এক ও মন্তেশ্বর ব্লকের বাসিন্দারা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Makeshift bridge, River crossing, Villagers