#পশ্চিম মেদিনীপুর: করোনা ঠেকাতে গ্রামবাসীরা প্রত্যেকে নিজেরাই উদ্যোগী। নিজের গ্রামকে সুরক্ষিত রাখতে গ্রামের রাস্তায় বাঁশের বেড়া দিয়ে ঘিরে রেখেছেন গ্রামের মানুষজন। সচেতনতার এই ছবি ঘাটাল, চন্দ্রকোনা এবং দাসপুর এলাকাতে দেখা যাচ্ছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমার দাসপুরে এখনো পর্যন্ত দুই ব্যক্তি করোনা আক্রান্ত। তাতেই ছড়িয়ে পড়েছে আতঙ্ক। আতঙ্ক কাটাতে সচেতন হচ্ছেন গ্রামবাসীরা।
করোনা ভাইরাস মোকাবিলায় প্রশাসনের পক্ষ থেকে মানুষকে বারবার গৃহবন্দি থাকার আবেদন করা হচ্ছে। যদিও সেই নির্দেশ অমান্য করে লক ডাউনের সময় মানুষজন নিজেদের ঘোরাফেরা অব্যাহত রেখেছেন। শহর থেকে গ্রাম, সঙ্গে হাটে বাজারেও ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে।ভিড় চায়ের দোকানগুলিতেও। যারফলে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশংকা থাকছে। সবকিছু মাথায় রেখেই নিজেদেরকে সুরক্ষিত রাখার উদ্যোগ দেখা যাচ্ছে চন্দ্রকোনা এলাকায়। গ্রামগঞ্জে দেখা যাচ্ছে সেই সচেতনতারি ছবি। চন্দ্রকোনা এক নম্বর ব্লকের নিচন্যা, বেলাদন্ড, কনকাবতী সহ বেশ কয়েকটি গ্রামের রাস্তা বাঁশ দিয়ে ব্যারিকেড করে রেখেছেন গ্রামের মানুষ। গ্রামের মানুষের দাবি গ্রামের রাস্তায় শহর থেকে বাইক নিয়ে চলে আসছে বহু মানুষ তাই নিজেদের সুরক্ষিত রাখার জন্যই রাস্তাগুলিকে বাঁশ দিয়ে ঘিরে দিয়েছেন তাঁরা। যারফলে হুটহাট কেউই রাস্তা টপকে গ্রামে যেমন ঢুকতে পারছেন না, তেমনি লকডাউন নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে গ্রাম থেকে বেরিয়েও যেতে পারছেন না।
SUJIT BHOWMIKনিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Coronavirus, Lockdown, Medinipur