#ঝাড়গ্রাম: পাইথনকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠেছে ঝাড়গ্রাম জেলার বেলিয়াবেড়ায়। বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু'নম্বর ব্লকের শিরষি গ্রামের ঘটনা।
গ্রামের পাশের জঙ্গল থেকে বেরিয়ে খাবারের সন্ধানে শিরষি গ্রামে ঢুকে পড়ে ওই পাইথনটি। পথ চলতি গ্রামবাসীদের নজরে পড়তেই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এক-দুজন লাঠি নিয়ে এগিয়ে আসেন। কেউ আবার পাথরের টুকরো ছুড়ে মারেন। এরপর অজগরটার মুখ লক্ষ্য করে লাঠির আঘাত পড়তে থাকে।
রক্তাক্ত মুখে পালাবার শক্তি হারিয়ে ফেলে পাইথনটি। রাস্তার ওপর ছটফট করতে করতে মারা যায় সেটি। এর মধ্যে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই লকডাউনে গৃহবন্দি মানুষজনের অনেকেই ছুটে আসেন। ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হোলাইচ্চি বলেন, 'পুরো ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে।যারা করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।